TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক
Apr 04, 2023 | 8:00 AM
জীবনে ভাল করে বাঁচতে গেলে এবং সমস্যার হাত থেকে মুক্তি পেতে গেলে টাকা লাগবেই। টাকা ছাড়া আজকের দিনে কোথাও কিছু হয় না। বলা ভাল জীবনে বেঁচে থাকার কোনও মানে থাকে না।
টাকা পরিশ্রম করে রোজগার করতে হয়। ঘরে শুয়ে বসে থাকলে হয় না। অনেক সময় এরকমও হয় যে খুব কঠোর পরিশ্রম করলেও সেই মতো টাকা আসে না। কিংবা টাকা আসলেও তা বেরিয়ে যায়।
এতে যে শুধু শরীরের কষ্ট হয় তা নয় মনেরও অনেক কষ্ট হয়। হাতে যদিব টাকা না থাকে তাহলে মনের মত কোনও কাজও করা যায় না। এই টাকা রোজকার করা, সুখে থাকৈর উপর নির্ভর করে বাস্তুও।
তাই বাস্তু মেনে বাড়িতে এই গাছ লাগালে অনেক উপকার পাবেন। আজকাল ঘর সাজাতে অনেক রকম ইন্ডোর প্ল্যান্ট লাগানো হয়। এই সব গাছ ঘরের শোভা বাড়িয়ে দেয়।
বাস্তু শাস্ত্র অনুযায়ি বাড়িতে বিভিন্ন জিনিস রাখলে তার টানে অর্থবৃদ্ধি হয়, এরকম করতে পারে ভেবে অনেকে মানি প্ল্যান্ট পোঁতেন। বাস্তুশাস্ত্র অনুসারে, মানি প্ল্যান্টের অর্থ আকর্ষণ করার ক্ষমতা রয়েছে,তবে আরও একটি গাছ রয়েছে যা বাড়িতে লাগালে টাকা আসবেই।
ধন সম্পদের দেবতা হলেন কুবের। একবার কুবেরকে মহাদেব একটি ক্র্যাসুলা গাছ দিয়েছিলেন। এই গাছ কুবেরকে দেওয়ার পর থেকেই এর নাম হয়ে যায় কুবের গাছ।
বাস্তুশাস্ত্র মতে এই গাছ বাড়িতে থাকলে নানা সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। সব সময় এই গাছ পূর্ব দিকে লাগান। এতে শিব আর কুবেরের আর্শীবাদ পাবেন আপনি।
নেগেটিভ এনার্জি, টেনশন দূর করে বাড়িতে পজিটিভ এনার্জি ফিরিয়ে আনতেও ভূমিকা রয়েছে এই গাছের। বাস্তু দোষ এবং অন্যান্য সমস্যা থেকে মুক্তি পেতে বাড়িতে অবশ্যই এই কুবের গাছ লাগান।