TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী
Mar 03, 2023 | 10:00 AM
এনগেজমেন্টের সুখবর দিলেন ইংল্যান্ডের ক্রিকেটার ড্যানিয়েল ওয়েট। ইনস্টাগ্রামে সঙ্গীর সঙ্গে চুম্বন ও আংটির ছবি পোস্ট করেন তিনি। (ছবি:ইনস্টাগ্রাম)
২০২৩ সালের ২ মার্চ বাগদান সেরেছেন ড্যানিয়েল। এরপর বিয়ে। (ছবি:ইনস্টাগ্রাম)
বিরাট কোহলিকে খুল্লমখুল্লা প্রেম প্রস্তাব দিয়েছিলেন ড্যানি। সচিনপুত্র অর্জুন তেন্ডুলকরের সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন ছিল। সব জল্পনার অবসান ঘটিয়ে ইংল্যান্ডের ক্রিকেটার অফিশিয়ালি ঘোষণা করলেন, তিনি সমকামী সম্পর্কে রয়েছেন। (ছবি:ইনস্টাগ্রাম)
ড্যানিয়েলের পার্টনারের নাম জিওর্জি হগ। ৩০ বছরের জিওর্জিরও ক্রীড়াক্ষেত্রে আনাগোনা।(ছবি:ইনস্টাগ্রাম)
জিওর্জি হগ হলেন একজন ফুটবল এজেন্ট এবং CAA বেস মেয়েদের ফুটবলের প্রধান। এই এজেন্সি ফুটবলারদের কেরিয়ারের উন্নতির দিকটি দেখাশোনা করে। ফুটবল ছাড়াও গিটার বাজাতে ভালোবাসেন জিওর্জি।(ছবি:ইনস্টাগ্রাম)
ড্যানি ওয়েট এবং জিওর্জির সম্পর্ক বহুদিনের। ২০১৯ সাল থেকে দু'জনে সম্পর্কে রয়েছেন। চার বছর ডেট করার পর আংটি বদল করলেন দু'জনে।(ছবি:ইনস্টাগ্রাম)
ড্যানি অতীতে দু'জন ফুটবলারের সঙ্গে সম্পর্কে ছিলেন। সেই সম্পর্কগুলি টেকেনি। ২০১১ সালে বিরাট কোহলিকে প্রপোজ করে বসেন।(ছবি:ইনস্টাগ্রাম)
অবশেষে জিওর্জির মধ্যে সোলমেট খুঁজে পেয়েছেন ড্যানি। (ছবি:ইনস্টাগ্রাম)