
রোনাল্ডো ও তাঁর পরিবার স্পেনের সেরা দি ট্রমুনটানা পর্বতমালার পাদদেশে বিলাসবহুল মেজরকা ম্যানসনে ছুটি কাটাচ্ছেন। এবং মেজরকাতে এক বিলাসবহুল ইয়র্টে তাঁদের দেখা গিয়েছে। সেই ইয়র্টের মূল্য ৫.৫ মিলিয়ন ইউরো।

নীল সমুদ্রের বুকে পরিবারকে নিয়ে চুটিয়ে ছুটি উপভোগ করছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

স্পেনের সমুদ্রে 'বিচ ভাইবস'-এ মজেছেন সিআর সেভেনের মডেল বান্ধবী জর্জিনা রদ্রিগেজ।

নীল বিকিনিতে জর্জিনার জলকেলি। ভক্তদের মনে সাড়া ফেলে দিয়েছে।

ইয়র্টেই রোনাল্ডোকে দেখা গিয়েছে ডেকের মধ্যে এক্সারসাইজ বাইকে বসে থাকতে। ফলে ছুটির মেজাজেও ফিটনেস নিয়ে যে কোনও সমঝোতা করছেন না রোনাল্ডো, তার ঝলক স্পষ্ট।

জর্জিনা ছুটি উপভোগ করার পাশাপাশি সন্তানদের ওপর নজরদারি করতে ভোলেননি। যার ঝলকও ফুটে উঠেছে ছবিতে।