
পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সব থেকে বড় ছেলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জুনিয়র ১২-তে পা দিল। (ছবি-জর্জিনা রদ্রিগেজ ইন্সটাগ্রাম)

বর্তমানে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তাঁর পরিবারকে সঙ্গে নিয়ে ছুটি কাটাচ্ছেন স্পেনের সেরা দি ট্রমুনটানা পর্বতমালার পাদদেশে বিলাসবহুল মেজরকা ম্যানসনে। ফলে সেখানেই রোনাল্ডো জুনিয়রের বার্থ ডে সেলিব্রেশন হল। (ছবি-জর্জিনা রদ্রিগেজ ইন্সটাগ্রাম)

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মডেল বান্ধবী জর্জিনা রদ্রিগেজ তাঁর ইন্সটাগ্রামে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জুনিয়রের জন্মদিন উদযাপনের ছবি পোস্ট করেছেন। সেখানে রুনিকে দেখা গিয়েছে ফুটবল থিমের কেক কাটতে। (ছবি-জর্জিনা রদ্রিগেজ ইন্সটাগ্রাম)

রোনাল্ডো জুনিয়রকে দেখা গিয়েছে তার সব থেকে ছোট্ট বোন বেলা এসমেরালদার পায়ে চুমু খেতে। (ছবি-জর্জিনা রদ্রিগেজ ইন্সটাগ্রাম)

রোনাল্ডোর পাঁচ ছেলেমেয়ের মধ্যে সব থেকে বড় হল রুনি। বর্তমানে রোনাল্ডো জুনিয়র বাবার পথেই হেঁটে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড অ্যাকাডেমিতে প্রশিক্ষণ নিচ্ছে। (ছবি-জর্জিনা রদ্রিগেজ ইন্সটাগ্রাম)