
হাতে তলোয়ার, গায়ে সাদা জোব্বা। একি হাল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর? (ছবি:টুইটার)

রোনাল্ডোকে দেখা গেল সৌদি আরবের ট্র্যাডিশনাল পোশাকে। ২০০ মিলিয়ন ইউরোর বিনিময়ে সৌদিতে গিয়ে পাকাপাকিভাবে কি সেদেশের হয়ে গেলেন সিআর৭? (ছবি:টুইটার)

রোনাল্ডোকে দেখে পাক্কা আরবের শেখদের মতো লাগছে। বলছেন নেটিজেনরা। (ছবি:টুইটার)

কোন উপলক্ষে সৌদির ট্র্যাডিশনাল পোশাকে সাজলেন সিআর সেভেন? ২২ ফেব্রুয়ারি ছিল সৌদির প্রতিষ্ঠা দিবস। রোনাল্ডোকে নিয়ে ধুমধাম করে দিনটি পালন করল আল নাসের।(ছবি:টুইটার)

শেখদের কাঁধে কাঁধ মিলিয়ে তলোয়ার হাতে নাচতে দেখা গিয়েছে রোনাল্ডোকে। (ছবি:টুইটার)

রোনাল্ডোর জোব্বার উপরে ছিল সৌদির জাতীয় পতাকা। সেদেশের সংস্কৃতিকে আপন করে নিয়েছেন পর্তুগিজ মহাতারকা।(ছবি:টুইটার)

সৌদির জন্য বিশেষ এই দিনটি যে রোনাল্ডো বেশ উপভোগ করেছেন তা বুঝিয়ে দিচ্ছিল মুখের হাসি।(ছবি:টুইটার)

রোনাল্ডোর ছবি টুইট করে পার্টনারকে 'হ্যান্ডসাম' বলেছেন জর্জিনা রড্রিগেজ। এই বিশেষ দিনে সৌদির জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন জর্জিনা। (ছবি:টুইটার)