ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) বিশ্ব ফুটবলের আইকন। তিনি সর্বকালের অন্যতম সেরা এবং বর্তমান প্রজন্মের এক সেরা ফুটবলার। সদ্য ৩৮-এ পা দিয়েছেন পর্তুগিজ তারকা রোনাল্ডো। (ছবি-ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ইন্সটাগ্রাম)
নতুন বছরে আল নাসেরে যোগ দেওয়া পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো রিয়াধে এই প্রথম বার জন্মদিন পালন করলেন। (ছবি-টুইটার)
পরিবার ও বন্ধুবান্ধবদের নিয়ে হইহই করে ৩৮-এ পা দিলেন রোনাল্ডো। নিজের ইন্সটাগ্রামে জন্মদিনের পার্টির কিছু ঝলক শেয়ার করেছেন রোনাল্ডো। (ছবি-ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ইন্সটাগ্রাম)
পর্তুগিজ তারকা ইন্সটাগ্রামে যে ছবি শেয়ার করেছেন তাতে দেখা গিয়েছে, তিনটি বড় কেক রয়েছে রোনাল্ডোর সামনে রাখা টেবলে। হাসিমুখে পরিবার ও বন্ধুবান্ধবদের মাঝ খানে দাঁড়িয়ে রয়েছেন প্রাক্তন ম্যান ইউ তারকা। (ছবি-ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ইন্সটাগ্রাম)
রোনাল্ডোর ইন্সটাগ্রাম স্টোরিতে শেয়ার করা ছবিতে দেখা গিয়েছে, দীর্ঘদিনের মডেল বান্ধবী জর্জিনা রড্রিগেজ (Georgina Rodriguez) ও তাঁর বড় ছেলে জুনিয়র ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মাঝে দাঁড়িয়ে হাসিমুখে পোজ দিয়েছেন রোনাল্ডো। সেই ছবির ক্যাপশনে তিনি লেখেন, "আমার ভালোবাসা"। (ছবি-ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ইন্সটাগ্রাম)
দীর্ঘদিনের বন্ধুদের সঙ্গে একসঙ্গে ছবিও শেয়ার করেছেন বার্থডে বয় রোনাল্ডো। যে ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, "আমরা একবারই বাঁচি, কিন্তু সেটা যদি ভালো ভাবো বাঁচি, তা হলে ওটাই যথেষ্ট!" (ছবি-ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ইন্সটাগ্রাম)
সকাল-সন্ধ্যে পার্টির মুডেই ছিলেন রোনাল্ডো। রিয়াধে জন্মদিনের সন্ধ্যেবেলায় বন্ধুদের সঙ্গে বনফায়ার উপভোগ করেছেন রোনাল্ডো। (ছবি-ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ইন্সটাগ্রাম)
জমিয়ে খাওয়া দাওয়া, হই হুল্লোড় করে নিশ্চিতভাবে রিয়াধে রোনাল্ডোর প্রথম বার জন্মদিন পালন করাটা ভালোই কেটেছে। (ছবি-ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ইন্সটাগ্রাম)