আগামী মরসুমে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ কী? স্বয়ং রোনাল্ডোও কী তা জানেন? দলবদলের বাজারে পর্তুগিজ মহাতারকাকে নিয়ে অনেকদিন ধরেই জল্পনা চলছে। কখনও পিএসজি, কখনও অ্যাটলেটিকো মাদ্রিদ, চেলসি- বিশ্বের সেরা ফুটবল ক্লাবগুলিতে রোনাল্ডোর (Cristiano Ronaldo) যোগ দিয়ে নিয়ে জল্পনা অব্যাহত।(ছবি:ইনস্টাগ্রাম)
এই জল্পনার মাঝেই রোনাল্ডোকে নিয়ে তাঁদের অবস্থান স্পষ্ট করে দিলেন জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের প্রধান কার্যনির্বাহী(সিইও) অলিভার কান। সম্প্রতি লিওনেল মেসির পুরনো ক্লাব বার্সেলোনায় যোগ দিয়েছেন রবার্ট লেওয়ানডস্কি। পোলিশ স্ট্রাইকারের অভাব পূরণের জন্য ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দিকে কি হাত বাড়াবে বায়ার্ন?(ছবি:ইনস্টাগ্রাম)
উত্তরটা হল, না। জার্মান পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে অলিভার কান এর ব্যাখ্যাও দিয়েছেন। তাঁর মতে, বায়ার্নের ফুটবল দর্শনের সঙ্গে রোনাল্ডো খাপ খায় না। তাঁর ফুটবলের ধরণ পুরোপুরি আলাদা। তাই পর্তুগিজ মহাতারকাকে দলে নেওয়ার বিষয়ে ভাবছেন না তাঁরা।(ছবি:ইনস্টাগ্রাম)
কানের কথায়, "আমি ব্যক্তিগতভাবে মনে করি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো অসাধারণ ফুটবলার। সেরাদের মধ্যে একজন। কিন্তু ওর দর্শনের সঙ্গে ক্লাবের দর্শন মেলে না। আমরা ওকে নিয়ে নিজেদের মধ্যে আলোচনাও করেছি।"(ছবি:ইনস্টাগ্রাম)
একদিকে একের পর এক ইউরোপের শীর্ষ ক্লাবগুলি রোনাল্ডোকে নেওয়ার বিষয়ে নিস্পৃহ। অন্যদিকে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ছাড়তে মরিয়া হয়ে উঠেছেন সিআর সেভেন। ম্যান ইউ-তে থাকলে চ্যাম্পিয়ন্স লিগে খেলা হবে না। এটাই মেনে নিতে পারছেন না তিনি। (ছবি:ইনস্টাগ্রাম)