Cristiano Ronaldo: ওর দর্শনে মেলে না, রোনাল্ডোকে বায়ার্নে না নেওয়ার কারণ স্পষ্ট করলেন কান
আগামী মরসুমে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ কী? স্বয়ং রোনাল্ডোও কী তা জানেন? দলবদলের বাজারে পর্তুগিজ মহাতারকাকে নিয়ে অনেকদিন ধরেই জল্পনা চলছে। কখনও পিএসজি, কখনও অ্যাটলেটিকো মাদ্রিদ, চেলসি- বিশ্বের সেরা ফুটবল ক্লাবগুলিতে রোনাল্ডোর (Cristiano Ronaldo) যোগ দিয়ে নিয়ে জল্পনা অব্যাহত।