'লাইক ফাদার লাইক সন', পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) ও তাঁর বড় ছেলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জুনিয়রের (Cristiano Ronaldo Jr.) জন্য এই কথাটি বিশেষ ভাবে প্রযোজ্য।
২০১০ সালে সান দিয়েগোতে জন্ম ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জুনিয়রের। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বাড়িতে জুনিয়র রোনাল্ডোকে 'ক্রিশ্চিয়ানিনহো' এই ডাক নামে ডাকা হয়। যার অর্থ 'ছোট ক্রিশ্চিয়ানো'।
ঐতিহ্যবাহী ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেড অ্যাকাডেমিতে বর্তমানে প্রশিক্ষণ নেয় রোনাল্ডোর ছেলে। বছর বারোর ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জুনিয়র ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের যুব দলে সই করেছেন।
রেড ডেভিলসদের হয়ে অনূর্ধ্ব-১২ -র ম্যাচে গোল করলেই, জুনিয়র রোনাল্ডোকে দেখা যায় তাঁর বাবা রোনাল্ডোর ট্রেডমার্ক সেলিব্রেশন 'Siiuu' করে থাকে।
ক্রিশ্চিয়ানো জুনিয়রের মাতৃপরিচয় কোনওদিন প্রকাশ্যে আনেননি রোনাল্ডো। তবে পর্তুগিজ সুপারস্টার জানিয়েছেন, জুনিয়র রোনাল্ডো বড় হয়ে গেলে আসল সত্যি তিনি তাকে জানাবেন। কারণ, তিনি মনে করেন, জুনিয়র রোনাল্ডোর সত্যি জানার অধিকার রয়েছে।