
পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) নিজের সোশ্যাল মিডিয়ায় স্ত্রী ও চার সন্তানের পাশাপাশি পরিবারের সঙ্গে একটি ছবি পোস্ট করে লিখেছেন, "সম্পূর্ণ হৃদয় থেকে, আমি আপনাদের সবাইকে একটি শুভ বড়দিনের শুভেচ্ছা জানাই! ধন্য।" (ছবি-ক্রিশ্চিয়ানো রোনাল্ডো টুইটার)

ম্যাঞ্চেস্টার সিটির সুপারস্টার কেভিন ডি ব্রুইন (Kevin de Bruyne) তাঁর স্ত্রী এবং তিন সন্তানের সঙ্গে ক্রিসমাস উপভোগ করছেন। এবং সেই ছবিও তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। ব্রুইন সেই ছবির ক্যাপশনে লিখেছেন, "আমাদের পক্ষ থেকে আপনাদের শুভ বড়দিনের শুভেচ্ছা।" (ছবি- কেভিন ডি ব্রুইন টুইটার)

ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে সিআর সেভেনের সতীর্থ ব্রুনো ফের্নান্ডেজও (Bruno Fernandes) তাঁর পরিবারের সঙ্গে ক্রিসমাস সেলিব্রেশনের মিস্টি ছবি নেটমাধ্যমে পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে দুই সন্তানের সঙ্গে সস্ত্রীক ফের্নান্ডেজকে। ছবির ক্যাপশনে ব্রুনো লিখেছেন, "ফের্নান্ডেজ পরিবারের পক্ষ থেকে সকলকে ক্রিসমাসের অনেক অনেক শুভেচ্ছা।" (ছবি-ব্রুনো ফের্নান্ডেজ ইন্সটাগ্রাম)

পোলিশ সুপারস্টার রবার্ট লেওয়ানডস্কি (Robert Lewandowski) পরিবারের সঙ্গে বড়দিন কাটানোর ছবি পোস্ট করেছেন ইন্সটাগ্রামে। দুই মেয়েকে কোলে নিয়ে সাদা জামা পরে দাঁড়িয়ে রয়েছেন তিনি। পাশে লাল ড্রেস পরে দাঁড়িয়ে তাঁর স্ত্রী। ছবির ক্যাপশনে রবার্ট লেওয়ানডস্কি লিখেছেন, "শুভ ছুটির দিন! এই মরসুমটি আপনার এবং আপনার পরিবারের জন্য নিঃশর্ত ভালবাসা এবং হাসিতে পূর্ণ হোক। শুভ বড়দিন!" (ছবি- রবার্ট লেওয়ানডস্কি ইন্সটাগ্রাম)

অ্যাতলেতিকো মাদ্রিদের তারকা ফুটবলার লুইস সুয়ারেজ (Luis Suarez) তাঁর স্ত্রী ও তিন সন্তানের সঙ্গে ক্রিসমাস সেলিব্রেশনে মজেছেন। দেখে নিন সুয়ারেজের শেয়ার করা মিস্টি ছবি। যার ক্যাপশনে তিনি লিখেছেন, "আপনাদের সকলকে জানাই শুভ বড়দিন।" (ছবি-লুইস সুয়ারেজ ইন্সটাগ্রাম)