Ronaldo-Georgina: কোথায় বিচ্ছেদ! জল্পনা উড়িয়ে জিওকে উষ্ণ চুমু রোনাল্ডোর
TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী
Jan 19, 2023 | 10:00 AM
জর্জিনা রড্রিগেজ এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সম্পর্ক নাকি আগের মতো নেই। সম্পর্কে ফাটল ধরেছে। দীর্ঘদিনে সম্পর্ক ভাঙার দোরগোড়ায়। এমনই কিছু গুঞ্জন শোনা গিয়েছিল সিআর সেভেনের প্রেমজীবন নিয়ে। সেগুলো কি আদৌ সত্যি? জিওকে রোম্যান্টিক ডেটে নিয়ে গিয়ে তার জবাব দিলেন রোনাল্ডো।
1 / 8
রোনাল্ডো বলে 'সাত খুন মাফ'। সৌদি আরবের নিয়ম ভেঙে বিয়ে ছাড়াই দিব্যি একসঙ্গে থাকছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং জর্জিনা রড্রিগেজ। এ বার মডেল বান্ধবীকে প্রকাশ্যে চুমু খেতে দেখা গেল রোনাল্ডোকে। (ছবি:ইনস্টাগ্রাম)
2 / 8
রিয়াধকে আপন করে নেওয়ার চ্যালেঞ্জ রোনাল্ডো-জর্জিনার সামনে। ইউরোপের দেশগুলির সুযোগ সুবিধা, নিয়ম কানুনে অভ্যস্ত এই বিখ্যাত কাপল নতুন দেশের আদব কায়দায় নিজেদের মানিয়ে নিচ্ছেন।(ছবি:ইনস্টাগ্রাম)
3 / 8
তারই মধ্যে জিও-কে নিয়ে রোম্যান্টিক ডেটে গেলেন রোনাল্ডো। আলো আঁধারি, আরব্য রজনীর মতো আবহ চারিদিকে। এমনই এক রেস্তরাঁয় ডিনার সেরেছেন জিও-রোনাল্ডো। (ছবি:ইনস্টাগ্রাম)
4 / 8
খাওয়া দাওয়ার মাঝেই চলেছে দেদার ভালোবাসা। পাঁচ ছেলেমেয়েকে বাড়িতে রেখে এসে রেস্তরাঁয় একে অপরে মগ্ন। জর্জিনার গালে বারেবারে উষ্ণ চুমু এঁকে দিলেন সিআর সেভেন।(ছবি:ইনস্টাগ্রাম)
5 / 8
ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে জর্জিনা লিখলেন, "ভালোবাসার সঙ্গে নৈশভোজে।" সঙ্গে একটি গোলাপ ও আগুনের ইমোজি।(ছবি:ইনস্টাগ্রাম)
6 / 8
রিয়াধে রোনাল্ডো-জর্জিনার আশিয়ানা এখন সৌদি আরবের সবচেয়ে উঁচু ৯৯ তলার কিংডম টাওয়ার বিল্ডিংয়ে। যেখানকার দুটো ফ্লোর জুড়ে থাকেন রোনাল্ডো। (ছবি:ইনস্টাগ্রাম)
7 / 8
জর্জিনা রড্রিগেজ এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সম্পর্ক নাকি আগের মতো নেই। সম্পর্কে ফাটল ধরেছে। দীর্ঘদিনে সম্পর্ক ভাঙার দোরগোড়ায়। এমনই কিছু গুঞ্জন শোনা গিয়েছিল সিআর সেভেনের প্রেমজীবন নিয়ে। সেগুলো কি আদৌ সত্যি? ধন্দে ছিলেন অনুরাগীরা।(ছবি:ইনস্টাগ্রাম)
8 / 8
শুধু একটা চুমু। কোনও কথা না বলেই গুঞ্জনে জল ঢেলে দিয়েছে এই পাওয়ার কাপল। (ছবি:ইনস্টাগ্রাম)