Cristiano Ronaldo: ৯৫ শতাংশ রিপোর্ট মিথ্যা! সংবাদমাধ্যমের উপর চটে লাল রোনাল্ডো
TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী
Aug 17, 2022 | 9:27 PM
সংবাদমাধ্যমের উপর রেগে কাঁই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এরিক টেন হ্যাগ রোনাল্ডোকে ছেড়ে দিতে চান- এই খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হতেই মিডিয়াকে মিথ্যেবাদী বলে তোপ দেগেছেন পর্তুগিজ মহাতারকা। রোনাল্ডোর দাবি, তাঁকে নিয়ে প্রকাশিত একশোটা খবরের মধ্যে ৯৫টি নাকি মিথ্যা!
1 / 5
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও ম্যাঞ্চেস্টার ইউনাইটেড 'সাগা' যেন শেষ হয়েও শেষ হচ্ছে না। প্রথমে ইউনাইটেড ছাড়ব বলে গোঁ ধরে বসেছিলেন। যোগ দেননি অনুশীলনে। এরপর প্র্যাকটিসে ফিরে ম্যান ইউয়ের হয়ে নতুন মরসুমের দুটো ম্যাচ খেলা হয়ে গেল। দুটি ম্যাচে হারের পর চিত্রটা একেবারে বদলে গিয়েছে।(ছবি:টুইটার)
2 / 5
ম্যান ইউ কোচ এরিক টেন হ্যাগ রোনাল্ডোকে প্রথমে ছাড়তে চাননি। দলে বিশ্বের সেরা ফুটবলারদের মধ্যে একজনের উপস্থিতিতেও হার এড়াতে পারেনি ইউনাইটেড। নয়া কোচ জোড়া হার হজম করেই উল্টো গাইতে শুরু করেছেন। রোনাল্ডো দলে থাকায় পরিবেশ নষ্ট হচ্ছে। এই বলে সিআর সেভেনকে ছেড়ে দিতে রাজি হয়েছেন।(ছবি:টুইটার)
3 / 5
সংবাদমাধ্যমে এই খবর প্রকাশিত হওয়ার পর ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর খুশি হওয়ার কথা। উল্টে তিনি রেগে কাঁই। টেন হ্যাগের সিদ্ধান্ত সংবাদমাধ্যমে প্রকাশিত হতেই মিডিয়াকে মিথ্যেবাদী বলে তোপ দেগেছেন পর্তুগিজ মহাতারকা। রোনাল্ডোর দাবি, তাঁকে নিয়ে প্রকাশিত একশোটা খবরের মধ্যে ৯৫টি নাকি মিথ্যা!(ছবি:টুইটার)
4 / 5
৩৭ বছরের ফুটবলার রাগ ঝেড়েছেন ইনস্টাগ্রামে। লিখেছেন, "সংবাদমাধ্যম মিথ্যে কথা বলছে। দু সপ্তাহের মধ্যে সাক্ষাৎকারে সত্যিটা প্রকাশ পাবে। আমার একটি নোটবুকে সব লেখা আছে। গত কয়েক মাসে আমাকে নিয়ে ১০০টা খবর হয়েছে। তার মধ্যে মাত্র পাঁচটা খবর সত্যি।"(ছবি:টুইটার)
5 / 5
সত্যিটা জানতে হলে অপেক্ষা করা ছাড়া উপায় নেই। তবে রোনাল্ডোর মতো ফুটবল তারকাকে সত্যি প্রকাশের জন্য দু সপ্তাহ কেন অপেক্ষা করতে হবে তা মাথায় ঢুকছে না অনেকের। তিনি সত্যিটা প্রকাশ করতে চাইলে আজই করতে পারেন। যাই হোক, অনুরাগীদের অপেক্ষা করা ছাড়া উপায় নেই। (ছবি:টুইটার)