Cristiano Ronaldo: সতীর্থর ছেলে নকল করল রোনাল্ডোকে, হেসে গড়িয়ে পড়লেন সিআর সেভেন

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jan 16, 2023 | 2:51 PM

Al Nassr: আল নাসেরের হয়ে এখনও অভিষেক হয়নি পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo)। ইতিমধ্যেই তিনি সৌদির জনপ্রিয় ক্লাবের হয়ে জোরকদমে অনুশীলনে নেমে পড়েছেন। এ বার আল নাসেরের ড্রেসিংরুমে তাঁর সঙ্গে দেখা করতে হাজির দলের তারকা অ্যান্ডারসন তালিস্কার (Anderson Talisca) ছেলে।

1 / 8
সিআর সেভেনের (CR7) ট্রেডমার্ক সেলিব্রেশন সিউউউউ (siuuu celebration) কারও অজানা নয়। আল নাসেরের (Al Nassr) গ্যালারিও এখন থেকেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) জন্য শুরু করে দিয়েছে সিউউউ সেলিব্রেশন। (ছবি-ইন্সটাগ্রাম)

সিআর সেভেনের (CR7) ট্রেডমার্ক সেলিব্রেশন সিউউউউ (siuuu celebration) কারও অজানা নয়। আল নাসেরের (Al Nassr) গ্যালারিও এখন থেকেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) জন্য শুরু করে দিয়েছে সিউউউ সেলিব্রেশন। (ছবি-ইন্সটাগ্রাম)

2 / 8
সৌদির ক্লাব আল নাসেরের হয়ে এখনও অভিষেক হয়নি পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। ইতিমধ্যেই তিনি দলের সঙ্গে জোরকদমে অনুশীলনে নেমে পড়েছেন। আর সেখানেই এ বার আল নাসেরের ড্রেসিংরুমে রোনাল্ডোর সঙ্গে দেখা করতে হাজির অ্যান্ডারসন তালিস্কার (Anderson Talisca) ছেলে। (ছবি-ইন্সটাগ্রাম)

সৌদির ক্লাব আল নাসেরের হয়ে এখনও অভিষেক হয়নি পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। ইতিমধ্যেই তিনি দলের সঙ্গে জোরকদমে অনুশীলনে নেমে পড়েছেন। আর সেখানেই এ বার আল নাসেরের ড্রেসিংরুমে রোনাল্ডোর সঙ্গে দেখা করতে হাজির অ্যান্ডারসন তালিস্কার (Anderson Talisca) ছেলে। (ছবি-ইন্সটাগ্রাম)

3 / 8
আল নাসেরের ড্রেসিংরুমে অ্যান্ডারসন তালিস্কার ছেলে রোনাল্ডোর সামনে সিউউউউ সেলিব্রেশন করে দেখায়। যা মনে ধরে সিআর সেভেনের। (ছবি-ইন্সটাগ্রাম)

আল নাসেরের ড্রেসিংরুমে অ্যান্ডারসন তালিস্কার ছেলে রোনাল্ডোর সামনে সিউউউউ সেলিব্রেশন করে দেখায়। যা মনে ধরে সিআর সেভেনের। (ছবি-ইন্সটাগ্রাম)

4 / 8
অ্যান্ডারসন তালিস্কার ছেলের করা সিউউউ সেলিব্রেশন দেখে আর হাসি আটকে রাখতে পারেননি পর্তুগিজ সুপারস্টার। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যায়, অ্যান্ডারসন তালিস্কার ছেলেকে দেখে হেসে গড়িয়ে পড়ছেন রোনাল্ডো। (ছবি-ইন্সটাগ্রাম)

অ্যান্ডারসন তালিস্কার ছেলের করা সিউউউ সেলিব্রেশন দেখে আর হাসি আটকে রাখতে পারেননি পর্তুগিজ সুপারস্টার। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যায়, অ্যান্ডারসন তালিস্কার ছেলেকে দেখে হেসে গড়িয়ে পড়ছেন রোনাল্ডো। (ছবি-ইন্সটাগ্রাম)

5 / 8
অ্যান্ডারসন তালিস্কার ছেলের সঙ্গে তার পর ড্রেসিংরুমে ফুটবলও খেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। (ছবি-ইন্সটাগ্রাম)

অ্যান্ডারসন তালিস্কার ছেলের সঙ্গে তার পর ড্রেসিংরুমে ফুটবলও খেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। (ছবি-ইন্সটাগ্রাম)

6 / 8
আল নাসেরের তারকা অ্যান্ডারসন তালিস্কার ছেলের সঙ্গে খুনসুটিতে মেতে ওঠেন সিআর সেভেন। শুধু তাই নয়, রোনাল্ডোর কোলে হাসিমুখে বসে থাকতেও দেখা যায় অ্যান্ডারসন তালিস্কার ছেলেকে। (ছবি-ইন্সটাগ্রাম)

আল নাসেরের তারকা অ্যান্ডারসন তালিস্কার ছেলের সঙ্গে খুনসুটিতে মেতে ওঠেন সিআর সেভেন। শুধু তাই নয়, রোনাল্ডোর কোলে হাসিমুখে বসে থাকতেও দেখা যায় অ্যান্ডারসন তালিস্কার ছেলেকে। (ছবি-ইন্সটাগ্রাম)

7 / 8
রোনাল্ডোর সঙ্গে ড্রেসিংরুমে সময় কাটানোর পর, আল নাসেরের ট্রেনিং গ্রাউন্ডেও দেখা যায় অ্যান্ডারসন তালিস্কার ছেলেকে। (ছবি-ইন্সটাগ্রাম)

রোনাল্ডোর সঙ্গে ড্রেসিংরুমে সময় কাটানোর পর, আল নাসেরের ট্রেনিং গ্রাউন্ডেও দেখা যায় অ্যান্ডারসন তালিস্কার ছেলেকে। (ছবি-ইন্সটাগ্রাম)

8 / 8
অ্যান্ডারসন তালিস্কার ছেলের হাসিমুখ দেখেই বোঝা যায়, বাবার ক্লাবে এসে সে বেজায় খুশি। বিশেষ করে, রোনাল্ডোর সঙ্গে সময় কাটাতে পেরে খুদের তো আনন্দে আত্মহারা অবস্থা। (ছবি-ইন্সটাগ্রাম)

অ্যান্ডারসন তালিস্কার ছেলের হাসিমুখ দেখেই বোঝা যায়, বাবার ক্লাবে এসে সে বেজায় খুশি। বিশেষ করে, রোনাল্ডোর সঙ্গে সময় কাটাতে পেরে খুদের তো আনন্দে আত্মহারা অবস্থা। (ছবি-ইন্সটাগ্রাম)

Next Photo Gallery