Bangla NewsPhoto gallery Cristiano Ronaldo of Al Nassr is under huge pressure in the Saudi Arabian pro league
Cristiano Ronaldo: আল নাসেরে গোলের খাতা খুললেন রোনাল্ডো, বিতর্কেরও!
Al-Nassr: অবশেষে আল নাসের জার্সিতে গোল করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বিশ্বের সবচেয়ে দামী ফুটবলারের তকমা নিয়ে সৌদি আরবে পা রেখেছিলেন। কিন্তু সাফল্য কই! খুব বেশি দিন আগের কথা নয়। আল নাসের ডিরেক্টর ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে তুলোধনা করেছিলেন। তাঁর বার্তা ছিল, রোনাল্ডোর জন্য এত খরচ করা হয়েছে ঠিক কিসের জন্য! সৌদি প্রো লিগে আল ফতেহ-র বিরুদ্ধে গোলের পাশাপাশি বিতর্কের খাতাও খুললেন রোনাল্ডো।