
ব্রুনো ফের্নান্ডেজের পাস থেকে ম্যাচের ১৩ মিনিটে ম্যান ইউকে এগিয়ে দেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। (সৌজন্যে-ম্যাঞ্চেস্টার ইউনাইটেড টুইটার)

ম্যাচের ৩৫ মিনিটে বিপক্ষের মিডফিল্ডার ক্রিস্টোফার পেরেইরাকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন ম্যান ইউয়ের অ্যারন ওয়ান- বিসাকা (Aaron Wan-Bissaka)। (সৌজন্যে-ইয়ং বয়েজ টুইটার)

ম্যাচের ৬৬ মিনিটে ইয়ং বয়েজকে সমতায় ফেরান মৌমি এনগামালেও। (সৌজন্যে-ইয়ং বয়েজ টুইটার)

১০ জনের ম্যান ইউ ড্র দিয়েই শেষ করত, যদি না অতিরিক্ত সময়ে থিওসন সিবাচু আর একটি গোল করে ইয়ং বয়েজকে ২-১ না করে দিত। (সৌজন্যে-ইয়ং বয়েজ টুইটার)