
মরক্কোর কাছে কোয়ার্টার ফাইনালে হেরে পর্তুগালের বিশ্বকাপ জয়ের স্বপ্নে ইতি ঘটেছে। বিশ্বকাপ হারের যন্ত্রণা নিয়েই অনুশীলনে ডুব দিয়েছেন পর্তুগিজ অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। বর্তমানে তিনি তাঁর পুরনো ক্লাব রিয়াল মাদ্রিদে অনুশীলন করছেন। এরই মাঝে জানা গিয়েছে, বিশ্বকাপ থেকে অবসরের পর কোথায় থাকতে চলেছেন সিআর সেভেন। (ছবি-টুইটার)

পর্তুগালের সব চেয়ে দামি বাড়িটি কিনে ফেলেছেন প্রাক্তন ম্যাঞ্চেস্টার ইউনাইটেড তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। মডেল পার্টনার জর্জিনা রড্রিগেজ ও পাঁচ সন্তানের সঙ্গে সেখানেই এ বার থেকে থাকবেন সিআর সেভেন। (ছবি-টুইটার)

বিপুল অর্থ খরচ করে পর্তুগালের কুইন্টা ডি মারিনহা অঞ্চলে এই বিলাসবহুল ম্যানসনটি কিনেছেন রোনাল্ডো। নতুন বছর থেকে বান্ধবী, সন্তানদের নিয়ে সেখানে থাকার কথা রোনাল্ডোর। (ছবি-টুইটার)

দীর্ঘদিন ধরে ওই বাড়িটির সংস্কার হয়েছে। তিনতলা এই বিলাসবহুল বাড়িটির আয়তন ২ হাজার ৭২০ বর্গমিটার। মনোরম দৃশ্যে ঘেরা এই ম্যানসনটির চারিদিকে সবুজ গাছপালা রয়েছে। রোনাল্ডোর এই নতুন বাড়ি ফুটবল প্রেমীদের মনে ইঙ্গিত দিচ্ছে, অবসরের পর বাকি জীবনটা তা হলে হয়তো পরিবারকে নিয়ে পর্তুগালেই কাটিয়ে দিতে চান সিআর সেভেন। (ছবি-টুইটার)

এই ম্যানসন সবুজে ঘেরা জায়গায় হওয়ায়, তা যেমন চোখ জুড়াবে, তেমন এই ম্যানসনের অন্দরসজ্জাও সকলের নজর কাড়তে বাধ্য। জানা গিয়েছে, রোনাল্ডোর এই ম্যানসনে রয়েছে বিপুল আয়তনের এক গ্লাস সুইমিং পুল। পাশাপাশি সেখানে থাকছে ভূগর্ভস্থ পথ। যা নিঃসন্দেহে এই ম্যানসনের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু। (ছবি-টুইটার)

উল্লেখ্য, বর্তমানে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এক জন ফ্রি ফুটবলার। বিশ্বকাপের মাঝে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়েছে। জানা গিয়েছিল, সৌদি আরবের ক্লাব আল নাসেরের তরফ থেকে ২০০ মিলিয়ন ডলারের অফার পেয়েছেন তিনি। তবে শোনা গিয়েছে, সৌদির বহুমূল্যের অফার গ্রহণ করছেন না তিনি। যাবেন ইউরোপের চ্যাম্পিয়ন্স লিগের কোনও ক্লাবে। (ছবি-টুইটার)