ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং রিয়াল মাদ্রিদের রিউনিউন। তাও আবার ইউরোপ ছাড়িয়ে সৌদি আরবে। সৌদিতে লস ব্ল্যাঙ্কোসদের ট্রেনিং সেশনে প্রাক্তন সতীর্থদের সঙ্গে দেখা করতে পৌঁছে গিয়েছিলেন রোনাল্ডো। (ছবি:টুইটার)
রবিবার রিয়াধের কিং ফাহাদ স্টেডিয়ামে স্প্যানিশ সুপার কাপের ফাইনাল। সৌদির রাজধানীতে সেদিন হবে স্পেনের এল ক্লাসিকো। ফাইনালে রিয়াল ও বার্সোলোনা।(ছবি:টুইটার)
তার আগে রিয়াধে পৌঁছে গিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। রবিবাসরীয় রাতের ফাইনালের জন্য রোনাল্ডোর দল আল নাসেরের ট্রেনিং গ্রাউন্ডে জোরকদমে চলছে অনুশীলন। এই সুযোগের সদ্ব্যবহার করলেন সিআর সেভেন। (ছবি:টুইটার)
খুবই বন্ধুত্বপূর্ণ রিইউনিয়ন। ভিনি জুনিয়র সহ বেশ কয়েকজন খেলোয়াড়, কোচিং স্টাফদের সঙ্গে সৌজন্য বিনিময় করতে দেখা গিয়েছে রোনাল্ডোকে। (ছবি:টুইটার)
ট্রেনিং সেশনে দেরি করে আসেন কোচ কার্লো আনচেলত্তি। পরে রিয়াল কোচের সঙ্গেও সাক্ষাৎ করেন রোনাল্ডো। হাসিমুখে দু'জনে ছবিও তোলেন।(ছবি:টুইটার)
বেঞ্চে বসে বেশ কয়েক মিনিট রিয়ালের অনুশীলন দেখেন রোনাল্ডো। সেইসময় মাঠে উপস্থিত ছিলেন রোনাল্ডোর আল নাসের কোচ রুডি গার্সিয়া।(ছবি:টুইটার)
শোনা যাচ্ছে, আল নাসেরে সই করার আগে রোনাল্ডোর তরফে একাধিকবার প্রস্তাব গিয়েছিল রিয়াল মাদ্রিদের কাছে। কিন্তু স্প্যানিশ ক্লাবটি আগ্রহ দেখায়নি।(ছবি:টুইটার)
সপ্তাহখানেক হল সৌদি আরবে গিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তার মধ্যে এশিয়ার দেশটিতে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনার মতো দল। এরপর পিএসজির বিরুদ্ধে আল নাসের ও আল হিলাল দলের যৌথভাবে প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে। (ছবি:টুইটার)