Bangla NewsPhoto gallery Cristiano Ronaldo’s adorable kids perform Man Utd star’s famous ‘Siu’ goal celebrations as twins Eva and Mateo turn five see pics
৫ এ পা দিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) যমজ সন্তান মাতেও ও ইভা। দুই সন্তানের জন্মদিনের সেলিব্রেশন পার্টিতে পরিবারের সঙ্গে ছিলেন না রোনাল্ডো। পর্তুগালের হয়ে আন্তর্জাতিক ফ্রেন্ডলি খেলতে ব্যস্ত এখন সি আর সেভেন। তাই রোনাল্ডোর অনুপস্থিতিতে তাঁর ৭ নম্বর লেখা জার্সি পরে তাঁর মতোই 'Siuu' সেলিব্রেশনে মাতল রোনাল্ডো জুনিয়র থেকে মাতেও-ইভারা।