Cristiano Ronaldo: রাশিয়া বিশ্বকাপে রোনাল্ডোর হ্যাটট্রিক মনে পড়ে?
TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Nov 09, 2022 | 7:30 AM
পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এই নিয়ে কেরিয়ারের পঞ্চম বিশ্বকাপে খেলতে চলেছেন। তিনি নিজে না বললেও, ফুটবল মহল মনে করছে কাতারেই তিনি কেরিয়ারের শেষ বিশ্বকাপ খেলতে চলেছেন। এ বারের বিশ্বকাপে তিনি কেমন পারফর্ম করবেন, তা সময় বলবে। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে স্পেনের বিরুদ্ধে তাঁর করা হ্যাটট্রিক মনে পড়ে?
1 / 5
পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) এই নিয়ে কেরিয়ারের পঞ্চম বিশ্বকাপে খেলতে চলেছেন। তিনি নিজে না বললেও, ফুটবল মহল মনে করছে কাতারেই (Qatar World Cup 2022) তিনি কেরিয়ারের শেষ বিশ্বকাপ খেলতে চলেছেন। এ বারের বিশ্বকাপে তিনি কেমন পারফর্ম করবেন, তা সময় বলবে। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে স্পেনের বিরুদ্ধে তাঁর করা হ্যাটট্রিক মনে পড়ে? (ছবি-টুইটার)
2 / 5
আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির মতো পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও এর আগে চার বার বিশ্বকাপে (২০০৬, ২০১০, ২০১৪ ও ২০১৮) খেলেছেন। (ছবি-টুইটার)
3 / 5
ইরানের বিরুদ্ধে ২০০৬ সালের বিশ্বকাপে প্রথম গোল করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সেই ম্যাচে ২-০ ব্যবধানে জেতে পর্তুগাল। ২১ বছর ১৩২ দিন বয়সে পর্তুগিজের সর্বকনিষ্ঠ প্লেয়ার হিসেবে ফিফা বিশ্বকাপে গোল করেন রোনাল্ডো। (ছবি-টুইটার)
4 / 5
চার বার বিশ্বকাপে খেলে মোট ৭টি গোল করেছেন সিআর সেভেন। ২০১০ সালের বিশ্বকাপে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ১টি গোল করেন তিনি। ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে ঘানার বিরুদ্ধে একখানা গোল করেন রোনাল্ডো। (ছবি-টুইটার)
5 / 5
২০১৮ সালের বিশ্বকাপে মোট ৪টি গোল করেন পর্তুগিজ অধিনায়ক। তার মধ্যে সে বার স্পেনের বিরুদ্ধে প্রথম ম্যাচেই তিনি করেন হ্যাটট্রিক। চার মিনিটের মাথায় পেনাল্টি থেকে প্রথম গোল করেন তিনি। প্রথমার্ধ শেষ হওয়ার আগে ফেল বল জালে জড়ান সিআর সেভেন। ৮৮ মিনিটের মাথায় হ্যাটট্রিক পূর্ণ করে ফেলেন তিনি। সে বারের বিশ্বকাপে মরক্কোর বিরুদ্ধে আর একটি গোল করেন তিনি। (ছবি-টুইটার)