Cristiano Ronaldo: ধর্ষক নন রোনাল্ডো, আদালতের রায়ের পর বড় ক্ষতিপূরণ দাবি ফুটবলারের

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Jun 30, 2022 | 6:18 PM

এক যুগ আগের ধর্ষণ মামলায় সম্প্রতি রেহাই পেয়েছেন। লাস ভেগাসের জেলা আদালত ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে বেকসুর খালাস করে দিয়েছে। সেই রায়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন অগণিত ভক্তরা। এ বার রোনাল্ডোর নির্দেশ অনুযায়ী তাঁর আইনজীবীরা ওই মহিলার আইনজীবীর কাছে ভারতীয় মুদ্রায় মোট পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছে।

1 / 5
২০১৮ সালে রোনাল্ডোর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন ক্যাথরিন মায়োরগা নামে এক মহিলা। তাঁর দাবি ছিল, ঘটনাটি ২০০৯ সালের। তখন রোনাল্ডো ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে খেলছেন।(ছবি: টুইটার)

২০১৮ সালে রোনাল্ডোর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন ক্যাথরিন মায়োরগা নামে এক মহিলা। তাঁর দাবি ছিল, ঘটনাটি ২০০৯ সালের। তখন রোনাল্ডো ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে খেলছেন।(ছবি: টুইটার)

2 / 5
মহিলার দাবি অনুযায়ী, লাস ভেগাসের একটি হোটেলে তাঁকে ধর্ষণ করেন রোনাল্ডো। ঘটনাটি ধামাচাপা দিতে তাঁকে প্রায় তিন কোটি টাকা দেন। (ছবি: টুইটার)

মহিলার দাবি অনুযায়ী, লাস ভেগাসের একটি হোটেলে তাঁকে ধর্ষণ করেন রোনাল্ডো। ঘটনাটি ধামাচাপা দিতে তাঁকে প্রায় তিন কোটি টাকা দেন। (ছবি: টুইটার)

3 / 5
মহিলার দাবি নিয়ে ব্যাপক হইচই পড়ে যায় ফুটবল বিশ্বে। রোনাল্ডো তখন জুভেন্তাসে খেলছেন। তারকা ফুটবলার অবশ্য প্রথম থেকেই অভিযোগ অস্বীকার করে আসছিলেন।(ছবি: টুইটার)

মহিলার দাবি নিয়ে ব্যাপক হইচই পড়ে যায় ফুটবল বিশ্বে। রোনাল্ডো তখন জুভেন্তাসে খেলছেন। তারকা ফুটবলার অবশ্য প্রথম থেকেই অভিযোগ অস্বীকার করে আসছিলেন।(ছবি: টুইটার)

4 / 5
চলতি বছরের ১২ জুন রোনাল্ডোকে ক্লিনচিট দেয় লাস ভেগাসের আদালত। তারপরই অভিযোগকারিণীর আইনজীবী লেসলি মার্ক স্টোভলের কাছে ৬৭৭,০০০ মার্কিন ডলার ক্ষতিপূরণ চেয়ে চিঠি পাঠান।(ছবি: টুইটার)

চলতি বছরের ১২ জুন রোনাল্ডোকে ক্লিনচিট দেয় লাস ভেগাসের আদালত। তারপরই অভিযোগকারিণীর আইনজীবী লেসলি মার্ক স্টোভলের কাছে ৬৭৭,০০০ মার্কিন ডলার ক্ষতিপূরণ চেয়ে চিঠি পাঠান।(ছবি: টুইটার)

5 / 5
তাঁদের অভিযোগ, এই মিথ্যে মামলা করে সব মাত্রা ছাড়িয়ে গিয়েছেন স্টোভল। যার ফলে রোনাল্ডোর ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। দেখা যাক, লেসলি মার্ক স্টোভল- এর উত্তরে কী জানান।(ছবি: টুইটার)

তাঁদের অভিযোগ, এই মিথ্যে মামলা করে সব মাত্রা ছাড়িয়ে গিয়েছেন স্টোভল। যার ফলে রোনাল্ডোর ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। দেখা যাক, লেসলি মার্ক স্টোভল- এর উত্তরে কী জানান।(ছবি: টুইটার)

Next Photo Gallery