Bangla News Photo gallery CWG 2022 returns Nikhat Zareen gifts PM Narendra Modi boxing gloves, Hima Das gives traditional gamcha
CWG 2022: মোদীকে বিশেষ উপহার!! নিখাত দিলেন গ্লাভস, হিমা পরালেন অসমের গামছা
TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Aug 15, 2022 | 6:45 AM
Commonwealth Games 2022: বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমস থেকে ভারতের অ্যাথলিটরা দেশে ফিরে আসার পর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁদের সঙ্গে দেখা করেছেন। প্রধানমন্ত্রী তাঁর বাসভবনে নিখাত-চানুদের সঙ্গে দেখা করেন। সেখানেই ভারতীয় অ্যাথলিটদের কাছ থেকে একাধিক উপহার পেয়েছেন মোদী।
1 / 5
বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমস (Commonwealth Games 2022) থেকে ভারতের অ্যাথলিটরা দেশে ফিরে আসার পর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁদের সঙ্গে দেখা করেছেন। প্রধানমন্ত্রী তাঁর বাসভবনে নিখাত-চানুদের সঙ্গে দেখা করেন। সেখানেই ভারতীয় অ্যাথলিটদের থেকে কাছ একাধিক উপহার পেয়েছেন মোদী। (ছবি-নিখাত জারিন টুইটার)
2 / 5
এ বারের কমনওয়েলথ গেমস থেকে ৬১টি পদক দেশকে এনে দিতে পেরেছেন মীরাবাঈ চানু-রবি দাহিয়া-নীতু গংঘাসরা। (ছবি-নিখাত জারিন টুইটার)
3 / 5
বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে মহিলাদের ৫০ কেজি বিভাগের বক্সিংয়ে নিখাত জারিন সোনা জিতেছেন। কমনওয়েলথে অংশ নেওয়া সকল ভারতীয় বক্সারদের স্বাক্ষর করা বক্সিং গ্লাভস মোদীর হাতে তুলে দিয়েছেন নিখাত। সেই ছবি নিজের টুইটারেও শেয়ার করেছেন তিনি। (ছবি-নিখাত জারিন টুইটার)
4 / 5
এ বারের কমনওয়েলথ গেমস থেকে দেশকে পদক এনে দিতে পারেননি ধিং এক্সপ্রেস। তবে ভারতের তারকা স্প্রিন্টার হিমা দাস অসমের ঐতিহ্যবাহী গামছা পরিয়ে দেন প্রধানমন্ত্রীর গলায়। একইসঙ্গে হিমা টুইটারে সেই ছবি শেয়ার করে লেখেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কাছ থেকে আশীর্বাদ পেয়ে গর্বিত। তাঁর হাতে অসমের সমস্ত মানুষের পক্ষ থেকে আমি আমাদের ঐতিহ্যবাহী গামছা তুলে দিলাম।" (ছবি-হিমা দাস টুইটার)
5 / 5
বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে ভারতীয় কুস্তিগির, বক্সার, শাটলার, প্যাডলার, ভারোত্তোলকদের দাপট তো ছিলই পাশাপাশি ৪টি নতুন খেলায় এ বার পদক পেয়েছে ভারত। (ছবি-নরেন্দ্র মোদী টুইটার)