Cyclone Mandous: মধ্য রাত থেকেই ভারী বৃষ্টি, কাঁপুনি ধরাচ্ছে ঝোড়ো হাওয়া, দেখুন ঘূর্ণিঝড় মান্দাসের দাপট

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Dec 10, 2022 | 8:04 AM

1 / 8
মধ্যরাতে স্থলভাগে প্রবেশ করল ঘূর্ণিঝড় মান্দাস। শুক্রবার মধ্য রাতে পুদুচেরী ও শ্রীহরিকোটার মধ্য দিয়ে প্রভাবিত হয়ে তামিলনাড়ুর মামালাপ্পুরম বা মহাবলিপুরমে ল্যান্ডফল হয় ঘূর্ণিঝড়ের। স্থলভাগে প্রবেশের সময় ঘূর্ণিঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ৭০ কিলোমিটার। ছবি:PTI

মধ্যরাতে স্থলভাগে প্রবেশ করল ঘূর্ণিঝড় মান্দাস। শুক্রবার মধ্য রাতে পুদুচেরী ও শ্রীহরিকোটার মধ্য দিয়ে প্রভাবিত হয়ে তামিলনাড়ুর মামালাপ্পুরম বা মহাবলিপুরমে ল্যান্ডফল হয় ঘূর্ণিঝড়ের। স্থলভাগে প্রবেশের সময় ঘূর্ণিঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ৭০ কিলোমিটার। ছবি:PTI

2 / 8
স্থলভাগে প্রবেশের পরই শুরু হয়েছে ব্যাপক ঝড়বৃষ্টি। আজ সারাদিন তামিলনাড়ু, অন্ধ্র প্রদেশের উপকূলবর্তী এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ছবি:PTI

স্থলভাগে প্রবেশের পরই শুরু হয়েছে ব্যাপক ঝড়বৃষ্টি। আজ সারাদিন তামিলনাড়ু, অন্ধ্র প্রদেশের উপকূলবর্তী এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ছবি:PTI

3 / 8
আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, স্থলভাগে প্রবেশের পরই ধীরে ধীরে শক্তি খোয়াতে শুরু করেছে ঘূর্ণিঝড় মান্দাস। শনিবার দুপুরের মধ্যেই তা শক্তি খুইয়ে তামিলনাড়ুর উত্তর উপকূলে গভীর নিম্নচাপে পরিণত হবে। এরপরে নিম্নচাপটি পশ্চিম-উত্তর পশ্চিম বরাবর অগ্রসর হবে। দুপুরের পরে ঘূর্ণিঝড়টি সাধারণ নিম্নচাপে পরিণত হবে। ছবি:PTI

আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, স্থলভাগে প্রবেশের পরই ধীরে ধীরে শক্তি খোয়াতে শুরু করেছে ঘূর্ণিঝড় মান্দাস। শনিবার দুপুরের মধ্যেই তা শক্তি খুইয়ে তামিলনাড়ুর উত্তর উপকূলে গভীর নিম্নচাপে পরিণত হবে। এরপরে নিম্নচাপটি পশ্চিম-উত্তর পশ্চিম বরাবর অগ্রসর হবে। দুপুরের পরে ঘূর্ণিঝড়টি সাধারণ নিম্নচাপে পরিণত হবে। ছবি:PTI

4 / 8
এদিকে, ঘূর্ণিঝড়ের প্রভাবে ইতিমধ্যেই বৃষ্টিপাত শুরু হয়েছে তামিলনাড়ুতে। বিভিন্ন জেলায় জারি করা হয়েছে লাল সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ সারাদিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ছবি:PTI

এদিকে, ঘূর্ণিঝড়ের প্রভাবে ইতিমধ্যেই বৃষ্টিপাত শুরু হয়েছে তামিলনাড়ুতে। বিভিন্ন জেলায় জারি করা হয়েছে লাল সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ সারাদিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ছবি:PTI

5 / 8
ঘূর্ণিঝড়ের ল্যান্ডফলের আগেই খারাপ আবহাওয়ার কারণে চেন্নাই বিমানবন্দরে ১৬টি বিমান বাতিল করে দেওয়া হয়। পুদুচেরী বন্দরেও সতর্কতা জারি করা হয়েছে। মৎসজীবীদের আগামী তিনদিন সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। চেন্নাই পুরসভার তরফেও সমস্ত পার্ক বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সমুদ্রের তীরে যাওয়ার ক্ষেত্রে জারি রয়েছে নিষেধাজ্ঞা। ছবি:PTI

ঘূর্ণিঝড়ের ল্যান্ডফলের আগেই খারাপ আবহাওয়ার কারণে চেন্নাই বিমানবন্দরে ১৬টি বিমান বাতিল করে দেওয়া হয়। পুদুচেরী বন্দরেও সতর্কতা জারি করা হয়েছে। মৎসজীবীদের আগামী তিনদিন সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। চেন্নাই পুরসভার তরফেও সমস্ত পার্ক বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সমুদ্রের তীরে যাওয়ার ক্ষেত্রে জারি রয়েছে নিষেধাজ্ঞা। ছবি:PTI

6 / 8
ঘূর্ণিঝড়ের শক্তি কমলেও আজ সারাদিন ঝড়-বৃষ্টির দাপট থাকবে। লাল সতর্কতা জারি করা হয়েছে চেন্নাই লাগোয়া চেঙ্গালপাট্টু, কাঞ্চিপুরম ও ভিল্লুপুরামে। ১২টি জেলায় স্কুল-কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছবি:PTI 

ঘূর্ণিঝড়ের শক্তি কমলেও আজ সারাদিন ঝড়-বৃষ্টির দাপট থাকবে। লাল সতর্কতা জারি করা হয়েছে চেন্নাই লাগোয়া চেঙ্গালপাট্টু, কাঞ্চিপুরম ও ভিল্লুপুরামে। ১২টি জেলায় স্কুল-কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছবি:PTI 

7 / 8
ঘূর্ণিঝড়ের প্রভাব শুধু তামিলনাড়ু নয়, অন্ধ্র প্রদেশেও পড়বে। মহাবলিপুরম দিয়ে প্রবেশের পর অন্ধ্র প্রদেশের দক্ষিণ উপকূলের দিকে অগ্রসর হচ্ছে ঘূর্ণিঝড়টি, এর প্রভাবে আজ অন্ধ্র প্রদেশেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ছবি:PTI  

ঘূর্ণিঝড়ের প্রভাব শুধু তামিলনাড়ু নয়, অন্ধ্র প্রদেশেও পড়বে। মহাবলিপুরম দিয়ে প্রবেশের পর অন্ধ্র প্রদেশের দক্ষিণ উপকূলের দিকে অগ্রসর হচ্ছে ঘূর্ণিঝড়টি, এর প্রভাবে আজ অন্ধ্র প্রদেশেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ছবি:PTI  

8 / 8
এনডিআরএফের তরফে জানানো হয়েছে, ঘূর্ণিঝড়ের মোকাবিলায় যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। বোট, হাই ভোল্টেজ মোটর, কাটার সহ যাবতীয় সরঞ্জাম প্রস্তুত রাখা হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে মোতায়েন রয়েছে এনডিআরএফের দলও। ছবি:PTI

এনডিআরএফের তরফে জানানো হয়েছে, ঘূর্ণিঝড়ের মোকাবিলায় যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। বোট, হাই ভোল্টেজ মোটর, কাটার সহ যাবতীয় সরঞ্জাম প্রস্তুত রাখা হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে মোতায়েন রয়েছে এনডিআরএফের দলও। ছবি:PTI

Next Photo Gallery