Bangla News Photo gallery Cyclone Update: Heavy Rainfall in Tamil Nadu, Andhra Pradesh, Karnataka, New Cyclonic circulation likely to Form over Andaman sea
Cyclone Update: মান্দাসের দাপট কাটেনি এখনও, ফের তৈরি ঘূর্ণাবর্ত, এবার প্রভাব পড়বে কোথায়?
TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী
Dec 12, 2022 | 11:42 AM
Weather Update: ঘূর্ণিঝড় মান্দাস শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হলেও, তার প্রভাব এখনও রয়ে গিয়েছে। আজ সারাদিন দক্ষিণী রাজ্যগুলিতে অর্থাৎ তামিলনাডু, কর্নাটক, কেরল ও অন্ধ্র প্রদেশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
1 / 6
ঘূর্ণিঝড় মান্দাসের রেশ কাটেনি এখনও। এরইমধ্যে ফের তৈরি হচ্ছে নতুন ঘূর্ণাবর্ত। আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, দক্ষিণ আন্দামান সাগরের উপরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। আগামিকাল, ১৩ ডিসেম্বরের মধ্যেই এই ঘূর্ণাবর্তটি তৈরি হতে পারে।
2 / 6
নতুন করে তৈরি হওয়া এই ঘূর্ণাবর্তের প্রভাবে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। আগামী ১৪ ও ১৫ ডিসেম্বর ভারী বৃষ্টিতে ভাসবে এই দ্বীপপুঞ্জ।
3 / 6
অন্যদিকে ঘূর্ণিঝড় মান্দাস শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হলেও, তার প্রভাব এখনও রয়ে গিয়েছে। আজ সারাদিন দক্ষিণী রাজ্যগুলিতে অর্থাৎ তামিলনাডু, কর্নাটক, কেরল ও অন্ধ্র প্রদেশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শনিবারই ঘূর্ণিঝড় মান্দাস শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হলেও, তার প্রভাবে ১৩ তারিখ অবধি তামিলনাড়ু, অন্ধ্র প্রদেশ, কর্নাটক ও পুদুচেরীতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
4 / 6
অন্ধ্র প্রদেশের উপকূলবর্তী এলাকাগুলির পাশাপাশি কেরল ও মাহেতেও আজ বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ১১ তারিখ থেকে শুরু হওয়া বৃষ্টিপাতের প্রভাব আগামী ১৩ তারিখ অবধি থাকবে। এরপর থেকে বৃষ্টিপাতের প্রভাব ধীরে ধীরে কমতে থাকবে।
5 / 6
বঙ্গোপসাগরের পাশাপাশি আগামী কয়েকদিন আরব সাগরেও আবহাওয়া তুলনামূলকভাবে অশান্ত থাকবে। দক্ষিণ-পূর্ব ও মধ্য আরব সাগরে ঝোড়ো আবহাওয়া থাকবে। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার থাকবে। কেরল-কর্নাটক উপকূলেও আগামী ১৪ থেকে ১৫ ডিসেম্বর আবহাওয়া উত্তাল থাকবে।
6 / 6
খারাপ আবহাওয়ার কারণে আগামী দুইদিন কেরল-কর্নাটক উপকূলে ও লাগোয়া দক্ষিণ-পূর্ব আরব সাগরে মৎসজীবীদের যেতে বারণ করা হয়েছে। চেন্নাই, কাঞ্জিপুরম, তিরুপরুর ও ভান্দালুরে আজ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।