Bangla NewsPhoto gallery Dada to Don! Here is the New Look of Team India's Ex Captain Sourav Ganguly
Sourav Ganguly: ‘মোনা ডার্লিং, সোনা কোথায়?’ নতুন ‘ডন’কে দেখেছেন?
Shahrukh Khan: ডন কো পাকাড়না মুশকিল হি নেহি, না মুমকিন হ্যায়...। শাহরুখ খানের ডন মুভির এই সংলাপ মনে পড়ে? শাহরুখকে টেক্কা দিতে চলে এসেছেন নতুন 'ডন'। ছবি দেখে প্রথম দর্শনেই হয়তো চেনা কঠিন! কিন্তু স্টাইল স্টেটমেন্টে ডন শাহরুখ খানকে কয়েক গোল দেবেন দাদা। বায়োপিকের কাজে বাণিজ্য নগরীতে সৌরভ গঙ্গোপাধ্যায়। এ বার দেখা গেল ডন লুকে। তাহলে কি ডন থ্রি-তে সৌরভকে দেখা যেতে পারে! ডিরেক্টররা কিন্তু ভেবে দেখতেই পারেন!