Sourav Ganguly: দাদা, উই লাভ ইউ… সৌরভকে নিয়ে গান বাঁধলেন উষা উত্থুপ

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Jan 03, 2023 | 3:49 PM

ভারতের প্রাক্তন অধিনায়ককে নিয়ে গান বাঁধলেন জনপ্রিয় গায়িকা ঊষা উত্থুপ। মিউজিক ভিডিও লঞ্চ হল দক্ষিণ কলকাতার এক শপিং মলে।

1 / 7
নতুন বছরের শুরুতে নতুন উপহার সৌরভ গঙ্গোপাধ্যায়ের অনুরাগীদের জন্য। ভারতের প্রাক্তন অধিনায়ককে নিয়ে গান বাঁধলেন জনপ্রিয় গায়িকা উষা উত্থুপ। (ছবি নিজস্ব)

নতুন বছরের শুরুতে নতুন উপহার সৌরভ গঙ্গোপাধ্যায়ের অনুরাগীদের জন্য। ভারতের প্রাক্তন অধিনায়ককে নিয়ে গান বাঁধলেন জনপ্রিয় গায়িকা উষা উত্থুপ। (ছবি নিজস্ব)

2 / 7
গানের নাম Dada we love you...। গানটি লিখেছেন কেতন সেনগুপ্ত। সুর দিয়েছেন শিলাদিত্য-সোম।(ছবি নিজস্ব)

গানের নাম Dada we love you...। গানটি লিখেছেন কেতন সেনগুপ্ত। সুর দিয়েছেন শিলাদিত্য-সোম।(ছবি নিজস্ব)

3 / 7
মঙ্গলবার সকালে তিলোত্তমায় হিমেল হাওয়া ও কনকনে ঠান্ডার পরিবেশ। মিউজিক ভিডিও লঞ্চ হল দক্ষিণ কলকাতার এক শপিং মলে। সৌরভ, উষা উত্থুপের উপস্থিতিতে শপিং মলে তখন হাজার ওয়াটের আলো।(ছবি নিজস্ব)

মঙ্গলবার সকালে তিলোত্তমায় হিমেল হাওয়া ও কনকনে ঠান্ডার পরিবেশ। মিউজিক ভিডিও লঞ্চ হল দক্ষিণ কলকাতার এক শপিং মলে। সৌরভ, উষা উত্থুপের উপস্থিতিতে শপিং মলে তখন হাজার ওয়াটের আলো।(ছবি নিজস্ব)

4 / 7
সৌরভ গঙ্গোপাধ্যায়ের ফুটবল প্রেম কারও অজানা নয়। ক্রিকেট জগতের আইকন দিয়োগো মারাদোনার ভক্ত। সদ্য শেষ হয়েছে ফুটবল বিশ্বকাপ। এই আবহে দাদা'র মুখে ক্রিকেট নয়, শোনা গেল ফুটবলের কথা।(ছবি নিজস্ব)

সৌরভ গঙ্গোপাধ্যায়ের ফুটবল প্রেম কারও অজানা নয়। ক্রিকেট জগতের আইকন দিয়োগো মারাদোনার ভক্ত। সদ্য শেষ হয়েছে ফুটবল বিশ্বকাপ। এই আবহে দাদা'র মুখে ক্রিকেট নয়, শোনা গেল ফুটবলের কথা।(ছবি নিজস্ব)

5 / 7
২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে গিয়েছিলেন। চার বছর পর কাতারেও পৌঁছে গিয়েছিলেন সৌরভ। স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে আর্জেন্টিনা-ফ্রান্স ফাইনাল দেখেছেন। তাই স্বাভাবিকভাবেই কথা প্রসঙ্গে উঠে এল ফুটবল বিশ্বকাপ।(ছবি নিজস্ব)

২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে গিয়েছিলেন। চার বছর পর কাতারেও পৌঁছে গিয়েছিলেন সৌরভ। স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে আর্জেন্টিনা-ফ্রান্স ফাইনাল দেখেছেন। তাই স্বাভাবিকভাবেই কথা প্রসঙ্গে উঠে এল ফুটবল বিশ্বকাপ।(ছবি নিজস্ব)

6 / 7
সৌরভ বললেন, "কাতার বিশ্বকাপে লিওনেল মেসি দুর্দান্ত খেলেছেন। কিন্তু এমবাপেকে ভুললে চলবে না। সোনার ছেলে। দুর্ভাগ্য যে ৪টে গোল করেও ফাইনাল জিততে পারল না। সবে তো ২৩ বছর বয়স, আরও বিশ্বকাপ খেলবে।" (ছবি নিজস্ব)

সৌরভ বললেন, "কাতার বিশ্বকাপে লিওনেল মেসি দুর্দান্ত খেলেছেন। কিন্তু এমবাপেকে ভুললে চলবে না। সোনার ছেলে। দুর্ভাগ্য যে ৪টে গোল করেও ফাইনাল জিততে পারল না। সবে তো ২৩ বছর বয়স, আরও বিশ্বকাপ খেলবে।" (ছবি নিজস্ব)

7 / 7
ফুটবল দেখতে ভালোবাসেন। মারাদোনা-প্রীতি নিয়ে বললেন, "আমি ফুটবলটা বুঝি। মারাদোনার স্কিল ভালো লাগে।" (ছবি নিজস্ব)

ফুটবল দেখতে ভালোবাসেন। মারাদোনা-প্রীতি নিয়ে বললেন, "আমি ফুটবলটা বুঝি। মারাদোনার স্কিল ভালো লাগে।" (ছবি নিজস্ব)

Next Photo Gallery