Dadagiri: হাত বাড়ালেই বন্ধু হয়… আসছে দাদাগিরি…
TV9 Bangla Digital | Edited By: স্বরলিপি ভট্টাচার্য
Sep 23, 2021 | 9:05 AM
Dadagiri: এই অতিমারির পরিস্থিতিতেই সারা বাংলা জুড়ে অসংখ্য ঘটনা মানুষ হিসেবে গর্ব করার মতো কারণ নিয়ে হাজির হয়েছে। যা ক্রমাগত গেয়ে চলেছে মানুষের জয়গান, জীবনের জয়গান। সেই সব উদ্যোগকে সেলাম জানাবে এই মঞ্চ।
1 / 7
দাদাগিরি। সঞ্চালনার মাধ্যমে এই রিয়ালিটি শোকে অন্য মাত্রায় পৌঁছে দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এক সময় তাঁকে ক্রিকেট মাঠে দেখে প্রেমে পড়েছিলেন যাঁরা, সঞ্চালনার মঞ্চে তাঁকে দেখে ফের প্রেমে পড়তে বাধ্য হন সেই অনুরাগীরা।
2 / 7
এ হেন সফল গেম শো দাদাগারিরি নবম সিজন আসন্ন। দাদাগিরির সিজন নয়, হাত বাড়ালেই বন্ধু হয়। এই ট্যাগ লাইনে শুরু হতে চলেছে এই জনপ্রিয় শো। আগমী ২৫ সেপ্টেম্বর থেকে দেখা যাবে জি বাংলার পর্দায়।
3 / 7
অতিমারির পরিস্থিতির মধ্যেই সময় এগিয়েছে, জীবন এগিয়েছে। এক নতুন পৃথিবী, নতুন সমাজ আমাদের সামনে। একে অন্যের পাশে থাকার, মানুষ হয়ে মানুষকে ভালবাসার সেই মন্ত্রই এ বার দাদাগিরির মঞ্চে।
4 / 7
বিভিন্ন পেশার, বিভিন্ন বয়ের মানুষ আপদে বিপদে, প্রয়োজনে সাহায্যের হাত বাড়িয়ে দিয়িছে। সাধারণ মানুষের অসংখ্য ছোট ছোট উদ্যোগ মানুষকে ভাল রেখেছে, সমাজকে সুস্থ রেখেছে, একে অন্যকে অনুপ্রাণিত করেছে। যাকে কুর্নিশ করবে এই মঞ্চ।
5 / 7
এই অতিমারির পরিস্থিতিতেই সারা বাংলা জুড়ে অসংখ্য ঘটনা মানুষ হিসেবে গর্ব করার মতো কারণ নিয়ে হাজির হয়েছে। যা ক্রমাগত গেয়ে চলেছে মানুষের জয়গান, জীবনের জয়গান। সেই সব উদ্যোগকে সেলাম জানাবে এই মঞ্চ।
6 / 7
মানুষ মানুষের জন্য... সারা বাংলা জুড়ে এগিয়ে এসেছে অসংখ্য বন্ধুদের হাত। সেই বন্ধুত্বের সেলিব্রেশন হবে এই মঞ্চে।
7 / 7
সবার উপরে রয়েছে সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়ের ম্যাজিক। তাঁর সঞ্চালনায় ধরা পড়বে এই বন্ধুত্বের গল্প।