
নিখুঁত ত্বকের আশায় প্রসাধনী পণ্যে ড্রেসিং টেবিল ভরাচ্ছেন? আপনার হেঁশেলেই রয়েছে এমন উপকরণ যা হার মানাবে একাধিক নামী-দামি পণ্যকে। এর জন্য আপনাকে বেশি কিছু করতে হবে না। দই আর হলুদ থাকলেই আপনার কাজ সহজ হবে।

দই হল এমন একটি উপাদান যা রূপচর্চায় প্রাচীনকাল থেকে ব্যবহৃত হচ্ছে। দইয়ের মধ্যে থাকা ল্যাকটিক অ্যাসিড, ত্বকের বর্ণ উজ্জ্বল করতে সাহায্য করে। ত্বকের দাগছোপ, ট্যান দূর করার ক্ষেত্রে দই ভীষণ উপকারী।

অন্যদিকে, হলুদের মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিইনফ্লেমেটরি বৈশিষ্ট্য রয়েছে। হলুদ ত্বককে যে কোনও ধরনের জীবাণু সংক্রমণের থেকে রক্ষা করে। ব্রণর সমস্যা নিমেষে দূর করে দেয় হলুদ।

২ চামচ টক দই নিন। এতে ১ চামচ বেসন মিশিয়ে নিন। এক চিমটে হলুদ মিশিয়ে এই ফেসপ্যাক মুখে লাগান। শুকিয়ে গেলে হালকা হাতে স্ক্রাব করে ধুয়ে ফেলুন। এতে ত্বকের মৃত কোষও দূর হয়ে যাবে।

এই ফেসপ্যাক আপনার ত্বকের আর্দ্রতা বজায় রাখবে এবং ত্বকের বার্ধক্য প্রতিরোধ করবে। এই ফেসপ্যাক তৈলাক্ত ত্বকের ব্যক্তিদের জন্য আদর্শ। আর যদি আপনার সংবেদনশীল ত্বক হয়, তাহলে এতে অ্যালোভেরা জেল মিশিয়ে নিন।

দই ও হলুদের ফেসপ্যাকে অ্যালোভেরা জেল মিশিয়ে নিতে পারেন। অ্যালোভেরা জেল শীতেও ত্বককে হাইড্রেটেড রাখতে সাহায্য করে। তাছাড়া এই উপাদানও ব্রণর সমস্যা দূর করে দেয়। ত্বকের ক্ষত নিরাময়েও সাহায্য করে অ্যালোভেরা জেল।