Daikin AC Discount: গরম পড়ার আগেই 1.5 টনের Daikin AC-তে 22,000 টাকার ডিসকাউন্ট, শিগগিরই অর্ডার করুন
TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়
Jan 31, 2023 | 11:59 AM
Daikin 1.5 Ton Split AC: গরম এখনও পড়েনি। তবে বিভিন্ন এয়ার কন্ডিশনারে আকর্ষণীয় ছাড় পাওয়া যাচ্ছে ফ্লিপকার্টে। তার মধ্যেই একটি হল Daikin-এর 1.5 টনের স্প্লিট এসি। কত কম দামে এই এয়ার কন্ডিশনার আপনি পাবেন, জেনে নিন।
1 / 8
গরমকাল আসেনি তো কী হয়েছে। শীত যায়নি তাতেই বা ক্ষতি কী! এয়ার কন্ডিশনার কেনার চিন্তাভাবনাটা আপনাকে আগেভাগেই সেরে রাখতে হবে। গতবারেও হাজারো পরিকল্পনার পর AC কিনতে পারেননি। তাই তো? তাহলে এখনই সেরা সময়। ভাবছেন, গরম পড়েনি, এখনই AC কিনবেন? এতটা অ্যাডভান্স? গরম পড়েনি তো কী! শীতকালেই বিভিন্ন কোম্পানির এয়ার কন্ডিশনারে আপনি সবথেকে বড় ছাড় পাবেন।
2 / 8
হ্যাঁ, ঠিকই শুনছেন। গরমকালে AC আপনাকে ঠান্ডা রাখে ঠিকই। কিন্তু সে AC-র দাম শুনে আপনার আবার গরম ধরে যায়। শীতকাল যে অফ-সিজ়ন। তাই তো এই সময়টায় আপনি বিভিন্ন কোম্পানির এয়ার কন্ডিশনারে পেয়ে যান আকর্ষণীয় ছাড়। Daikin-এর একটি 1.5 টনের স্প্লিট AC-তে মিলছে আকর্ষণীয় ছাড়। কত দামে সেই এয়ার কন্ডিশনারটি আপনি পাবেন, জেনে নিন।
3 / 8
Daikin-এর 1.5 টনের 5 স্টার স্প্লিট ইনভার্টার এয়ার কন্ডিশনারের দাম এমনিতে মার্কেটে 67,200 টাকা। এই AC-র উপরে থাকছে 32% ফ্ল্যাট ডিসকাউন্ট। যার ফলে এয়ার কন্ডিশনারটি ক্রয় করতে আপনার খরচ হবে মাত্র 45,999 টাকা। এর পরেও রয়েছে একাধিক আকর্ষণীয় অফার।
4 / 8
আপনার জন্য এই Daikin AC-তে রয়েছে ব্যাঙ্কের অফারও। একাধিক ব্যাঙ্কের ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহার করে আপনি পেতে পারেন 2,000 টাকা পর্যন্ত ছাড়। কোটাক ব্যাঙ্কের ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করলে আপনি পেয়ে যাবেন 10% পর্যন্ত ছাড়। প্রোডাক্টটির উপরে থাকছে 1 বছরের ওয়ারান্টি।
5 / 8
এই Daikin 1.5 টনের স্প্লিট এসির পিসিবি বা প্রিন্টেড সার্কিট বোর্ডের উপরে থাকছে আলাদা করে 5 বছরের ওয়ারান্টি। এয়ার কন্ডিশনারটির কম্প্রেসরে আবার থাকছে 10 বছরের ওয়ারান্টি। এখন বুঝতে পারছেন তো, কেন এই এয়ার কন্ডিশনারের অফারগুলি আপনার জন্য এতটা আকর্ষণীয়।
6 / 8
মডেলটি এক্কেবারেই পুরনো নয়। এই Daikin AC নিয়ে আসা হয়েছিল 2022 সালেই। আর এই আকর্ষণীয় ছাড়টি আপনি পেয়ে যাবেন Flipkart থেকে। ই-কমার্স প্ল্যাটফর্মটিতে আপনি যদি আজই এই এয়ার কন্ডিশনার অর্ডার করেন, তাহলে কালই তা আপনার বাড়িতে পৌঁছে যাবে। বিদ্যুৎ খরচ বাঁচানোর জন্যও এই Daikin AC-র বিকল্প নেই।
7 / 8
Daikin-এর তরফ থেকে দাবি করা হয়েছে, এই এয়ার কন্ডিশনারটি 25% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করতে পারে। পাওয়ার কাটের পর এতে কোনও রকম ম্যানুয়াল রিসেটের প্রয়োজন নেই। Daikin 1.5 টনের এয়ার কন্ডিশনারটিতে তামার কুণ্ডলী থাকার কারে এটি ঘর খুব দ্রুততার সঙ্গে অনেকটাই শীতল করতে পারে।
8 / 8
Daikin-এর এই AC মেরামত করাও খুব সহজ। এর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে অটো অ্যাডজাস্টমেন্ট। তার থেকেও বড় কথা হল, এই স্প্লিট ইনভার্টার এসির উপরে 10 দিনের রিপ্লেমেন্ট পলিসি অফার করছে Daikin। তাহলে আর দেরি কেন। সঠিক সময়ে, সঠিক অফার পেতে এখনই অর্ডার করুন ডাইকিন এয়ার কন্ডিশনারটি।