
মেষ- প্রেম আপনার বাড়ির আশপাশেই এতদিন লুকিয়ে ছিল। তবে আপনি তার সাক্ষাৎ পাননি। এবার সুসময় এসেছে। প্রেম হবে পাড়ার মধ্যেই। এছাড়াও কেরিয়ারে হবে উন্নতি। চাকরিতে হতে পারে প্রমোশনও। এই প্রেম আপনার জীবনে স্থায়ী হবে।

মিথুন রাশি- উচ্চশিক্ষার জন্য বাইরে যাওয়ার সুযোগ এবং প্রেম দুটোই কিন্তু আসতে চলেছে আপনার জীবনে। প্রেম আসলেই মিটে যাবে জীবনের যাবতীয় আর্থিক সমস্যা।

কর্কট রাশি- মাসের শেষে চন্দ্র ভাল স্থানে যাবে। নতুন চাকরি থেকে নতুন প্রেমিকা সবই থাকবে আপনার হাতের মুঠোয়। তবে প্রেমিকাকে দেখাতে গিয়ে অতিরিক্ত কাজ করবে না। এতে কিন্তু নিজের জীবনেই চাপ বাড়বে।

কুম্ভ- বন্ধু কিংবা বাড়ির কোনও তুতো ভাইয়ের হস্তক্ষেপেই চাকরি জীবনে প্রবেশ। ট্রেনিং সেশন নিজে প্রচুর কিছু শিখবেন। নতুন বন্ধু হবে। সেখান থেকেই কেউ হতে পারেন মনের মানুষও। তবে এখন থেকেই বিয়ের সিদ্ধান্ত নেবেন না।

কন্যা- সোশ্যাল মিডিয়ায় আপনি বেশ সক্রিয়। এতদিন ফলোয়ার্স বাড়ছিল না বলে দুঃখ করতেন। তবে এবার ফলোয়ার্সও বাড়বে। জীবনে আসবে প্রেমও। বিয়ে পর্যন্ত না গড়ালেও আপাতত