FIFA World Cup 2022: সেলেকাও জার্সিতে গ্যালারিতে উষ্ণতা ছড়াচ্ছেন ব্রাজিলিয়ান তারকার স্ত্রী

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Nov 28, 2022 | 7:30 AM

চলতি কাতার বিশ্বকাপে সেলেকাওদের দ্বিতীয় ম্যাচ আজ। সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে নামতে চলেছে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বিশ্বকাপে কাতারের স্টেডিয়ামে সেলেকাও জার্সিতে উষ্ণতা ছড়াচ্ছেন ব্রাজিলিয়ান তারকা ডিফেন্ডার দানি আলভেসের স্ত্রী জোয়ানা সাঞ্জ। চেনেন এই সুন্দরী জোয়ানাকে?

1 / 5
চলতি কাতার বিশ্বকাপে সেলেকাওদের দ্বিতীয় ম্যাচ আজ। সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে নামতে চলেছে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল (Brazil)। বিশ্বকাপে কাতারের স্টেডিয়ামে সেলেকাও জার্সিতে উষ্ণতা ছড়াচ্ছেন ব্রাজিলিয়ান তারকা ডিফেন্ডার দানি আলভেসের (Dani Alves) স্ত্রী জোয়ানা সাঞ্জ (Joana Sanz)। চেনেন এই সুন্দরী জোয়ানাকে? (ছবি-জোয়ানা সাঞ্জ ইন্সটাগ্রাম)

চলতি কাতার বিশ্বকাপে সেলেকাওদের দ্বিতীয় ম্যাচ আজ। সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে নামতে চলেছে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল (Brazil)। বিশ্বকাপে কাতারের স্টেডিয়ামে সেলেকাও জার্সিতে উষ্ণতা ছড়াচ্ছেন ব্রাজিলিয়ান তারকা ডিফেন্ডার দানি আলভেসের (Dani Alves) স্ত্রী জোয়ানা সাঞ্জ (Joana Sanz)। চেনেন এই সুন্দরী জোয়ানাকে? (ছবি-জোয়ানা সাঞ্জ ইন্সটাগ্রাম)

2 / 5
ব্রাজিলিয়ান তারকা ফুটবলার দানি আলভেসের বয়স ৩৯। কাতার বিশ্বকাপ সম্ভবত শেষ বিশ্বকাপ হতে চলেছে। এই নিয়ে এটি তাঁর তৃতীয় বিশ্বকাপ। দানি আলভেসের স্ত্রী, মডেল জোয়ানা সাঞ্জ বর্তমানে দোহায় রয়েছেন। বৃহস্পতিবার সার্বিয়ার বিপক্ষে ব্রাজিলের উদ্বোধনী ম্য়াচে সেলেকাওদের তাতানোর জন্য হাজির ছিলেন জোয়ানা।  (ছবি-জোয়ানা সাঞ্জ ইন্সটাগ্রাম)

ব্রাজিলিয়ান তারকা ফুটবলার দানি আলভেসের বয়স ৩৯। কাতার বিশ্বকাপ সম্ভবত শেষ বিশ্বকাপ হতে চলেছে। এই নিয়ে এটি তাঁর তৃতীয় বিশ্বকাপ। দানি আলভেসের স্ত্রী, মডেল জোয়ানা সাঞ্জ বর্তমানে দোহায় রয়েছেন। বৃহস্পতিবার সার্বিয়ার বিপক্ষে ব্রাজিলের উদ্বোধনী ম্য়াচে সেলেকাওদের তাতানোর জন্য হাজির ছিলেন জোয়ানা। (ছবি-জোয়ানা সাঞ্জ ইন্সটাগ্রাম)

3 / 5
ব্রাজিলের প্রথম ম্যাচে সাঞ্জ লুসেইল স্টেডিয়াম থেকে একটি ছবি পোস্ট করেন ইনস্টাগ্রামে। ছবিতে দেখা যায়, একগাল হাসি সাঞ্জের মুখে। পরনে তাঁর ছিল সেলেকাও জার্সি। দানি আলভেসের প্রতি আবেগপূর্ণ ক্য়াপশনও লেখেন সাঞ্জ।  (ছবি-জোয়ানা সাঞ্জ ইন্সটাগ্রাম)

ব্রাজিলের প্রথম ম্যাচে সাঞ্জ লুসেইল স্টেডিয়াম থেকে একটি ছবি পোস্ট করেন ইনস্টাগ্রামে। ছবিতে দেখা যায়, একগাল হাসি সাঞ্জের মুখে। পরনে তাঁর ছিল সেলেকাও জার্সি। দানি আলভেসের প্রতি আবেগপূর্ণ ক্য়াপশনও লেখেন সাঞ্জ। (ছবি-জোয়ানা সাঞ্জ ইন্সটাগ্রাম)

4 / 5
ইন্সটাগ্রামে দানি আলভেসের মডেল স্ত্রী সাঞ্জ সেলেকাও জার্সি পরা ছবি পোস্ট করে লেখেন, 'যেখানেই থাকি,আমি কিন্তু তোমার সঙ্গেই আছি'। এই জুটির সম্পর্ক অনেকটাই জোরাল। সাঞ্জ তাঁদের কথোপকথনের একটি স্ক্রিনশটও শেয়ার করেন।  (ছবি-জোয়ানা সাঞ্জ ইন্সটাগ্রাম)

ইন্সটাগ্রামে দানি আলভেসের মডেল স্ত্রী সাঞ্জ সেলেকাও জার্সি পরা ছবি পোস্ট করে লেখেন, 'যেখানেই থাকি,আমি কিন্তু তোমার সঙ্গেই আছি'। এই জুটির সম্পর্ক অনেকটাই জোরাল। সাঞ্জ তাঁদের কথোপকথনের একটি স্ক্রিনশটও শেয়ার করেন। (ছবি-জোয়ানা সাঞ্জ ইন্সটাগ্রাম)

5 / 5
 স্ক্রিনশটে লেখা 'যতবারই তোমায় দেখি মনে হয় এটাই প্রথমবার, অদ্ভুত হলেও, এটাই সত্য়ি।' ২০১৭ সালে দানি আলভেসের সঙ্গে বিয়ে হয় স্প্যানিশ মডেল জোয়ানা সাঞ্জের।  (ছবি-জোয়ানা সাঞ্জ ইন্সটাগ্রাম)

স্ক্রিনশটে লেখা 'যতবারই তোমায় দেখি মনে হয় এটাই প্রথমবার, অদ্ভুত হলেও, এটাই সত্য়ি।' ২০১৭ সালে দানি আলভেসের সঙ্গে বিয়ে হয় স্প্যানিশ মডেল জোয়ানা সাঞ্জের। (ছবি-জোয়ানা সাঞ্জ ইন্সটাগ্রাম)

Next Photo Gallery