La Liga: কার্ভাহালের ভলিতে দ্বিতীয় জয় রিয়াল মাদ্রিদের
লা লিগায় (La Liga) নিজেদের তৃতীয় ম্যাচে রিয়াল বেতিসের (Real Betis) মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ (Real Madrid)। প্রথমার্ধ গোলশূন্য অবস্থায় শেষ হলেও, শেষমেষ ম্যাচের সমাপ্তি ঘটে ১-০ গোলে। ফরাসি স্ট্রাইকার বেঞ্জেমার পাসে দুর্দান্ত ভলিতে দলতে তিন পয়েন্ট এনে দিলেন দীর্ঘদিন পর চোট সারিয়ে দলে ফেরা ড্যানি কার্ভিহাল (Dani Carvajal)। যার ফলে ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে আপাতত লিগ টেবলের শীর্ষে বেঞ্জেমারা।