La Liga: কার্ভাহালের ভলিতে দ্বিতীয় জয় রিয়াল মাদ্রিদের

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Aug 29, 2021 | 3:24 PM

লা লিগায় (La Liga) নিজেদের তৃতীয় ম্যাচে রিয়াল বেতিসের (Real Betis) মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ (Real Madrid)। প্রথমার্ধ গোলশূন্য অবস্থায় শেষ হলেও, শেষমেষ ম্যাচের সমাপ্তি ঘটে ১-০ গোলে। ফরাসি স্ট্রাইকার বেঞ্জেমার পাসে দুর্দান্ত ভলিতে দলতে তিন পয়েন্ট এনে দিলেন দীর্ঘদিন পর চোট সারিয়ে দলে ফেরা ড্যানি কার্ভিহাল (Dani Carvajal)। যার ফলে ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে আপাতত লিগ টেবলের শীর্ষে বেঞ্জেমারা।

1 / 4
রিয়াল বেতিসের বিরুদ্ধে নিজেদের তৃতীয় ম্যাচে ৪-৩-৩ ছকে খেলতে নামিয়েছিলেন কার্লো আনসেলত্তি। (সৌজন্যে-রিয়াল বেতিস টুইটার)

রিয়াল বেতিসের বিরুদ্ধে নিজেদের তৃতীয় ম্যাচে ৪-৩-৩ ছকে খেলতে নামিয়েছিলেন কার্লো আনসেলত্তি। (সৌজন্যে-রিয়াল বেতিস টুইটার)

2 / 4
দুই দলের ফুটবলারদের হাড্ডাহাড্ডি লড়াই হলেও প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থায়।(সৌজন্যে-রিয়াল বেতিস টুইটার)

দুই দলের ফুটবলারদের হাড্ডাহাড্ডি লড়াই হলেও প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থায়।(সৌজন্যে-রিয়াল বেতিস টুইটার)

3 / 4
ম্যাচের ৬১ মিনিটে করিম বেঞ্জেমার পাস থেকে দুর্দান্ত ভলিতে একমাত্র গোলটি করেন ড্যানি কার্ভাহাল।(সৌজন্যে-রিয়াল মাদ্রিদ টুইটার)

ম্যাচের ৬১ মিনিটে করিম বেঞ্জেমার পাস থেকে দুর্দান্ত ভলিতে একমাত্র গোলটি করেন ড্যানি কার্ভাহাল।(সৌজন্যে-রিয়াল মাদ্রিদ টুইটার)

4 / 4
এই ম্যাচে জয়ের পর ৭ পয়েন্ট নিয়ে আপাতত লিগ টেবলের শীর্ষে বেঞ্জেমারা।(সৌজন্যে-রিয়াল মাদ্রিদ টুইটার)

এই ম্যাচে জয়ের পর ৭ পয়েন্ট নিয়ে আপাতত লিগ টেবলের শীর্ষে বেঞ্জেমারা।(সৌজন্যে-রিয়াল মাদ্রিদ টুইটার)

Next Photo Gallery