Bangla NewsPhoto gallery David Beckham Turns Down Offer To Jump Queue, he Waits 12 Hrs To Pay Respects To Queen Elizabeth II
David Beckham: আমজনতার সঙ্গে ১২ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে রানিকে শেষ শ্রদ্ধা জানালেন বেকহ্যাম
রানি দ্বিতীয় এলিজাবেথকে শেষ শ্রদ্ধা জানাতে গিয়ে লাইনে ১২ ঘণ্টা কাটালেন কিংবদন্তি ফুটবলার ডেভিড বেকহ্যাম। শুক্রবার সকাল থেকে ওয়েস্টমিনস্টার হলে শায়িত ছিল প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের কফিন। আমজনতার মতোই লাইনে দাঁড়িয়েছিলেন বেকহ্যামও। রাত দু'টো থেকে সেই লাইনে দাঁড়িয়েছিলেন বেকহ্যাম। তিনি চাইলেন ভিআইপি লাইনে দাঁড়িয়ে রানিকে শেষ শ্রদ্ধা জানাতে পারতেন, কিন্তু তিনি সেই পথে হাঁটেননি।