David Beckham: ছেলের খেলা দেখতে এসে বিপদ! ঝোপে লুকোলেন বেকহ্যাম

Romeo Beckham's Brentford B Debut: ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ডেভিড বেকহ্যাম শেষ কবে যে ফুটবলে পা ঠেকিয়েছেন, তা বলা মুশকিল। তবে খবরের শিরোনামে থাকার জন্য বিন্দুমাত্র কষ্ট করতে হয় না তাঁকে। ফের একবার খবরের শিরোনামে কিংবদন্তি ফুটবলার। গিয়েছিলেন ছেলের খেলা দেখতে, সেখানে পড়েন মহা বিপদে। যে কারণে ঝোপে লুকোতে হয়েছিল বেকহ্যামকে।

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jan 11, 2023 | 6:18 PM

1 / 6
ইন্টার মিয়ামির যুব দল থেকে লোনে ব্রেন্টফোর্ড বি-তে এসেছেন কিংবদন্তি ফুটবলার ডেভিড বেকহ্যামের (David Beckham) ছেলে রোমিও বেকহ্যাম (Romeo Beckham)। ব্রেন্টফোর্ড-বি (Brentford B) দলে ডেভিড বেকহ্যামের ছেলে রোমিও বেকহ্যামের অভিষেক হয়েছে। লন্ডন সিনিয়র কাপে এরিথ অ্যান্ড বেলভেডেরের বিরুদ্ধে পরিবর্ত হিসেবে নামেন রোমিও। (ছবি-টুইটার)

ইন্টার মিয়ামির যুব দল থেকে লোনে ব্রেন্টফোর্ড বি-তে এসেছেন কিংবদন্তি ফুটবলার ডেভিড বেকহ্যামের (David Beckham) ছেলে রোমিও বেকহ্যাম (Romeo Beckham)। ব্রেন্টফোর্ড-বি (Brentford B) দলে ডেভিড বেকহ্যামের ছেলে রোমিও বেকহ্যামের অভিষেক হয়েছে। লন্ডন সিনিয়র কাপে এরিথ অ্যান্ড বেলভেডেরের বিরুদ্ধে পরিবর্ত হিসেবে নামেন রোমিও। (ছবি-টুইটার)

2 / 6
এরিথ অ্যান্ড বেলভেডেরের বিরুদ্ধে ব্রেন্টফোর্ড-বি এর ম্যাচের ৫৪ মিনিটের মাথায় পরিবর্ত হিসেবে নামেন বেকহ্যাম-পুত্র রোমিও। (ছবি-টুইটার)

এরিথ অ্যান্ড বেলভেডেরের বিরুদ্ধে ব্রেন্টফোর্ড-বি এর ম্যাচের ৫৪ মিনিটের মাথায় পরিবর্ত হিসেবে নামেন বেকহ্যাম-পুত্র রোমিও। (ছবি-টুইটার)

3 / 6
ছেলের অভিষেক ম্যাচ দেখতে ওয়েলিং স্টেডিয়ামে হাজির হয়েছিলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ডেভিড বেকহ্যাম। বৃষ্টিকে উপেক্ষা করেই কালো হুডি চাপিয়ে ছেলের খেলা দেখেন ডেভিড। (ছবি-টুইটার)

ছেলের অভিষেক ম্যাচ দেখতে ওয়েলিং স্টেডিয়ামে হাজির হয়েছিলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ডেভিড বেকহ্যাম। বৃষ্টিকে উপেক্ষা করেই কালো হুডি চাপিয়ে ছেলের খেলা দেখেন ডেভিড। (ছবি-টুইটার)

4 / 6
এর পরই যত বিপত্তি। ডেভিড বেকহ্যামকে ঘিরে ধরেন একঝাঁক দর্শক। হুড়োহুড়ি পড়ে যায় তাঁর সঙ্গে সেলফি নেওয়ার জন্য। শুরুর দিকে হাসিমুখে পোজও দেন ডেভিড।  (ছবি-টুইটার)

এর পরই যত বিপত্তি। ডেভিড বেকহ্যামকে ঘিরে ধরেন একঝাঁক দর্শক। হুড়োহুড়ি পড়ে যায় তাঁর সঙ্গে সেলফি নেওয়ার জন্য। শুরুর দিকে হাসিমুখে পোজও দেন ডেভিড। (ছবি-টুইটার)

5 / 6
ভিড় বাড়তে থাকায় এর পর বাধ্য হয়ে স্টেডিয়াম থেকে পালাতে হয় ডেভিড বেকহ্যামকে। ঝোপঝাড়ের পাশ দিয়ে কাঠের বেড়া টপকে স্টেডিয়াম থেকে বেরিয়ে যান বেকহ্যাম।  (ছবি-টুইটার)

ভিড় বাড়তে থাকায় এর পর বাধ্য হয়ে স্টেডিয়াম থেকে পালাতে হয় ডেভিড বেকহ্যামকে। ঝোপঝাড়ের পাশ দিয়ে কাঠের বেড়া টপকে স্টেডিয়াম থেকে বেরিয়ে যান বেকহ্যাম। (ছবি-টুইটার)

6 / 6
পার্ক ভিউ রোড থেকে ছেলের অভিষেক ম্যাচ দেখতে গিয়ে একরকম বিপাকে পড়েন বেকহ্যাম। ঝোপঝাড় টপকে পালানোর পথে কাদায় মাখা রাস্তা দিয়েও পেরোতে হয় তাঁকে। সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই সব ছবি। (ছবি-টুইটার)

পার্ক ভিউ রোড থেকে ছেলের অভিষেক ম্যাচ দেখতে গিয়ে একরকম বিপাকে পড়েন বেকহ্যাম। ঝোপঝাড় টপকে পালানোর পথে কাদায় মাখা রাস্তা দিয়েও পেরোতে হয় তাঁকে। সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই সব ছবি। (ছবি-টুইটার)