
চার ম্যাচের বর্ডার-গাভাসকর ট্রফি সিরিজ খেলতে ভারতে চলে এসেছেন ওয়ার্নার। টেস্ট সিরিজ শুরুর আগে বেঙ্গালুরুতে ব্যাগিগ্রিনদের শিবির চলবে। গোটা অস্ট্রেলিয়া টিম আপাতত সেখানেই রয়েছে। (ছবি:ইনস্টাগ্রাম)

নৈশভোজের পর পাঁচতারা হোটেলে ডেজার্ট হিসেবে ছিল রসগোল্লা। চোখের সামনে রসগোল্লা দেখেই টুক করে মোবাইল বের করে ছবি তুলে নেন ওয়ার্নার। (ছবি:ইনস্টাগ্রাম)

সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে অনুরাগীদের কাছে ওয়ার্নারের প্রশ্ন, "নৈশভোজের পর মিষ্টিমুখ। আমার কি এটা খেয়ে দেখা উচিত?"(ছবি:ইনস্টাগ্রাম)

ডায়েটকে পাশে রেখে ওয়ার্নার রসগোল্লা শেষ পর্যন্ত খেয়েছেন কি না জানা নেই। তবে বাঙালির প্রিয় মিষ্টির ছবি পোস্ট করে সাজেশন চেয়েছেন। (ছবি:ইনস্টাগ্রাম)

ওয়ার্নারের পোস্টের কমেন্ট বক্সে কলকাতা নাইট রাইডার্সের তরফে লেখা হয়েছে, "তোমাকে লিস্ট পাঠাচ্ছি।" ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ও বর্তমান ধারাভাষ্যকার ঈশা গুহ রসমালাই ও কাজু বরফি খাওয়ার সাজেশন দিয়েছেন। (ছবি:ইনস্টাগ্রাম)

অজি ওপেনারের ভারত-প্রীতি নিয়ে আলাদা করে কিছু বলার নেই। এ দেশের সবকিছুই পছন্দ তাঁর। বলিউডি গানে নাচ, শাহরুখ খানের পাঠান সিনেমা দেখে ফেলেছেন।(ছবি:ইনস্টাগ্রাম)

ভারত সফরে স্ত্রী ক্যান্ডিস ও তিন কন্যাকে নিয়ে আসেননি ওয়ার্নার। অস্ট্রেলিয়া আপাতত মাস দুয়েকের জন্য ভারতে থাকবে। এতগুলো দিন পরিবার থেকে দূরে থাকার কষ্ট ইনস্টা পোস্টে ফুটিয়ে তুলেছেন ওয়ার্নার।(ছবি:ইনস্টাগ্রাম)

ভারত যতই প্রিয় হোক, বাইশ গজের লড়াইয়ে রোহিত শর্মাদের এক ইঞ্চি জমিও ছেড়ে দেবেন না। বর্ডার-গাভাসকর সিরিজে ভারতীয় বোলারদের ভোঁতা করে দিতে কোমর বেঁধে অনুশীলনে নেমে পড়েছেন। (ছবি:ইনস্টাগ্রাম)