Bangla NewsPhoto gallery David Wiese will represent Kolkata Knight Riders in IPL 2023, did IPL trophy will come this year in KKR by Wiese's luck
KKR, IPL 2023: ৩৭ বছরের অলরাউন্ডারের কাঁধে ভর করে আইপিএল ট্রফি আসবে কেকেআরে?
David Wiese: নামিবিয়ার তারকা অলরাউন্ডার ডেভিড উইজেকে এ বারের আইপিএলে দেখা যাবে নাইট জার্সিতে। ৩৭ বছর বয়সী এই অলরাউন্ডার বছরভর একাধিক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে খেলে বেড়ান। চলতি বছরে এখনও অবধি ইন্টারন্যাশানাল লিগ টি-২০ ও পিএসএল এই দু'টো টুর্নামেন্টের জয়ী দলের সদস্য ছিলেন তিনি। তাঁর লাক ফ্যাক্টরে ভর করে কি এ বার ট্রফি আসতে চলেছে কেকেআর শিবিরে?