নামিবিয়ার তারকা অলরাউন্ডার ডেভিড উইজেকে (David Wiese) আসন্ন আইপিএলে (IPL) দেখা যাবে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে।
আইপিএল-২০২৩ (IPL 2023) এর নিলাম থেকে বেস প্রাইস ১ কোটি টাকায় নামিবিয়ার তারকা ডেভিড উইজেকে কিনেছে কলকাতা নাইট রাইডার্স। এ বার দেখার আইপিএলে তিনি কেকেআরের একাদশে থাকেন কিনা।
৩৭ বছর বয়সী নামিবিয়ার এই অলরাউন্ডার সারা বছর একাধিক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে খেলে বেড়ান। যে কারণে তিনি বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার ধরণের সঙ্গে পরিচিত।
ডেভিড উইজের বছরভর ক্রিকেট সূচিতে দেশের হয়ে খেলার পাশাপাশি থাকে বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে খেলা। নামিবিয়ার জাতীয় দলের হয়ে সেভাবে ম্যাচ খেলার সুযোগ পান না। আসলে নামিবিয়ার খুব বেশি ম্যাচ থাকেই না। শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে যে কারণে খেলার সুযোগ হয় না।
অলরাউন্ডার ডেভিড উইজে যেহেতু বিভিন্ন দেশের একাধিক ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেন তাই নানা দেশের তারকা ক্রিকেটারদের সঙ্গে এবং বিরুদ্ধে খেলার সুযোগ পান তিনি।
চলতি বছরে এখনও অবধি ইন্টারন্যাশানাল লিগ টি-২০ এবং পাকিস্তান সুপার লিগ এই দু'টো টুর্নামেন্টের জয়ী দলের সদস্য ছিলেন তিনি। এ বার তাঁর লাক ফ্যাক্টরে ভর করে কি ট্রফি আসতে চলেছে কেকেআর শিবিরে?
ডেভিড উইজের খুব বেশি স্পিড নেই। কিন্তু তিনি এফেক্টিভ প্লেয়ার। স্লো পিচে ভালো বল করেন। দলের প্রয়োজন অনুযায়ী বোলিং পরিবর্তন করতে পারেন। ডেভিড উইজে এই প্রথম বার আইপিএলে খেলবেন না। এর আগে ২০১৫ সালে তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর শিবিরে তিনি ছিলেন।
নামিবিয়া ২০২১ ও ২০২২ সালে পরপর দু'বার টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছিল। দেশের হয়ে ডেভিড উইজেও গত দু'বছর টি-২০ বিশ্বকাপে খেলেছেন।