
তবে কি সত্যিই রয়েছে এলিয়ান? আমেরিকান গোয়েন্দা সংস্থা CIA-এর গোপন নথি প্রকাশ্যে আসার পরে তেমনটাই ধারণা একাংশের। সম্প্রতি প্রকাশ্যে এসেছে CIA-এর ডিক্লাসিফায়েড নথি। যার মধ্যে একটি নথি বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করেছে।

নথিতে লেখা আছে ১৯৮৯-৯০ সাল নাগাদ নাকি এলিয়ানের হদিশ পাওয়া গিয়েছিল। সেই সময় সোভিয়েত ইউনিয়নের ইউক্রেনে প্রশিক্ষণরত সৈন্যরা হঠাৎ একটি উড়ন্ত সসার আকৃতির ইউএফও লক্ষ্য করেন। তা দেখে বিপদ ভেবে এক সৈন্য সেটিকে লক্ষ্য করে মাটি থেকে আকাশে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এই ঘটনায় মাটিতে পড়ে যায় ইউএফওটি। এরপর পাঁচটি ছোট আকৃতির, বড় মাথা ও কালো চোখবিশিষ্ট প্রাণীর ধ্বংসাবশেষ বেরিয়ে আসে ওই ইউএফওর মধ্যে থেকে।

প্রত্যক্ষদর্শী দুই সৈন্য জানান, এই প্রাণীরা একত্রিত হয়ে একটি উজ্জ্বল সাদা গোলক আকৃতি ধারণ করে। তীব্র শব্দ ও আলো সহ বিস্ফোরিত হয়। এই বিস্ফোরণের ফলেই নাকি ২৩ জন সৈন্য পাথরের মূর্তিতে পরিণত হয়ে যায়। শুধুমাত্র ছায়ায় এবং সেই আলোর রেঞ্জ থেকে দূরে থাকা দুই সৈন্য এই আক্রমণের হাত থেকে রক্ষা পান।

ঘটনার পর, কেজিবি পাথরে পরিণত সৈন্যদের দেহ ও ইউএফওটির ধ্বংসাবশেষ মস্কোর নিকটবর্তী একটি গোপন গবেষণা কেন্দ্রে স্থানান্তর করা হয়। সেখানে বিজ্ঞানীরা আবিষ্কার করেন, অজানা এক শক্তির প্রভাবে সৈন্যদের জীবন্ত কোষ চুনাপাথরের মতো পদার্থে রূপান্তরিত হয়েছে।

প্রতক্ষ্যদর্শী সৈন্যদের দাবি, এলিয়ানদের উপর হামলার বদলা নিতেই তাঁরা এই কাজ করে। ২০০০ সালে এই ঘটনার সব ফাইলকে ডিক্লাসিফাই করে রাখা হয়।

এই ঘটনার বিস্তারিত বিবরণ একটি ২৫০ পৃষ্ঠার কেজিবি রিপোর্টে অন্তর্ভুক্ত ছিল, যা সোভিয়েত ইউনিয়নের পতনের পর সিআইএ-এর হাতে আসে। সিআইএ বলে, "এই ঘটনা যদি সত্য হয়, তবে এটি অত্যন্ত ভয়ঙ্কর। এলিয়েনদের অস্ত্র ও প্রযুক্তি আমাদের সব ধারণার বাইরে।"

সম্প্রতি এই নথির প্রকাশ UFO গবেষক ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে। তবে অনেকেই এটিকে সন্দেহের চোখেও দেখছেন। এই খবররে উৎস একটি ইউক্রেনীয় সংবাদপত্র এবং কানাডার Weekly World News, যা প্রায়ই অপ্রমাণিত খবর প্রকাশ করে থাকে বলেও দাবি একাংশের। (সব ছবি - Getty Images)