২০২২ সালটা ভারতের তারকা পেসার দীপক চাহারের (Deepak Chahar) জন্য খুব একটা ভালো কাটেনি। বার বার ঘুরে ফিরে চোট আঘাতের সমস্যা দীপক চাহারকে ২২ গজ থেকে দূরে সরিয়ে দিয়েছিল। (ছবি-টুইটার)
তেইশে নতুন শুরুর অপেক্ষায় দীপক চাহার। জাতীয় দল থেকে এই মুহূর্তে দূরে রয়েছেন চাহার। ২০২২ এর শেষে ডিসেম্বরে শেষ বার বাংলাদেশের বিরুদ্ধে দেশের হয়ে খেলেছিলেন চাহার। তেইশে এখনও ভারতের হয়ে খেলতে দেখা যায়নি চাহারকে। আপাতত স্ত্রী জয়ার সঙ্গে সময় কাটাচ্ছেন সিএসকের সবচেয়ে দামি পেসার। (ছবি-টুইটার)
জনপ্রিয় কমেডি শো দ্য কপিল শর্মা শো-য়ের (The Kapil Sharma Show) সেটে এ বার সস্ত্রীক হাজির দীপক চাহার। (ছবি-টুইটার)
কপিল শর্মার কমেডি শো-তে যদিও শুধুমাত্র দীপক ও জয়া হাজির ছিলেন না। তাঁদের সঙ্গে ছিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়না (Suresh Raina) এবং আকাশ চোপড়াও (Aakash Chopra)। (ছবি-টুইটার)
দীপক চাহার, সুরেশ রায়না ও আকাশ চোপড়ার সঙ্গে ছিলেন তাঁদের স্ত্রীরাও। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন দীপক চাহার ও সুরেশ রায়না। (ছবি-টুইটার)
ইন্সটাগ্রামে গ্রুপ ফটো শেয়ার করে তাঁর ক্যাপশনে ভারতীয় তারকা ক্রিকেটার দীপক চাহার লেখেন, "রাতটা দারুণ কাটল।" (ছবি-টুইটার)
এই তিন ক্রিকেটার যে জনপ্রিয় কমেডি শো দ্য কপিল শর্মা-র এক বিশেষ এপিসোডের শুটিংয়ের জন্য গিয়েছিলেন, তা ছবি দেখেই পরিষ্কার। এখনও এই এপিসোডটির টেলিকাস্ট হয়নি। (ছবি-টুইটার)
সুরেশ রায়নাও কমেডি শো দ্য কপিল শর্মার সেট থেকে কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, "আমার ভাই কপিল শর্মার সঙ্গে যতবার দেখা হয়, দারুণ লাগে। দারুণ মজা করলাম এবং শুটটাও ভালো হয়েছে। এপিসোডটার অপেক্ষায় রইলাম। সব সময় খুশি ছড়িয়ে দাও কপিল পাজি।"(ছবি-টুইটার)