
আইপিএলের ম্যাচ চলাকালীন গ্যালারিতে হাঁটুমুড়ে বান্ধবীকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। ফিল্মি কায়দায় জাতীয় দলের ক্রিকেটার দীপক চাহারের প্রপোজ ব্যপক ভাইরাল হয়েছিল। চলতি বছরের জুন মাসে বান্ধবী জয় ভরদ্বাজের সঙ্গে গাঁটছড়া বাঁধেন দীপক। (ছবি:ইনস্টাগ্রাম)

বোন মালতি চাহার দীপকের সঙ্গে দিল্লির বাসিন্দা জয়ার পরিচয় করিয়ে দেন। প্রথম দেখাতেই ভালো লাগা। জয়া দিল্লির এক কর্পোরেট ফার্মে চাকরি করেন। (ছবি:ইনস্টাগ্রাম)

বেশ কিছুদিন ধরে দীপক-জয়ার সম্পর্ক শিরোনামে ছিল। ২০২১ সালে দুবাইয়ে আইপিএল চলাকালীন দীপকের বিয়ের প্রস্তাব দেখে বোঝাই গিয়েছিল বিয়েটা খুব শীঘ্রই হতে চলেছে।(ছবি:ইনস্টাগ্রাম)

চলতি বছরে ৭ জুন দু'জনে বিয়ের পিঁড়িতে বসেন। পিঠের চোটের কারণে সেইসময় জাতীয় দলের বাইরে ছিলেন দীপক। (ছবি:ইনস্টাগ্রাম)

জিম্বাবোয়ের বিরুদ্ধে কামব্যাকের জন্য মুখিয়ে রয়েছেন চেন্নাই সুপার কিংসের হয়ে খেলা এই অলরাউন্ডার। বিয়ের পর প্রথমবার মেন ইন ব্লু জার্সি গায়ে চড়াবেন। (ছবি:ইনস্টাগ্রাম)