Deepika Padukone Fashion: ‘৮৩- এর অনুষ্ঠান মঞ্চে নীল গাউনে নিজের উপস্থিতির মধ্যে দিয়ে সবাইকে চমকে দিলেন দীপিকা পাড়ুকোন…

TV9 Bangla Digital | Edited By: শোভন রায়

Dec 31, 2021 | 11:20 AM

সম্প্রতি একটি অনুষ্ঠানে নীল রঙের গাউনে মুগ্ধতা ছড়িয়েছেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন। দেখুন দীপিকার সেই অনুষ্ঠানের আকর্ষণীয় কিছু ছবি...

1 / 5
সম্প্রতি মুম্বাইয়ে অনুষ্ঠিত হয়েছে কবীর খানের ছবি ‘৮৩’-র প্রিমিয়ার শো। প্রিমিয়ার শোয়ে নজর কাড়লেন দীপিকা পাড়ুকোন।

সম্প্রতি মুম্বাইয়ে অনুষ্ঠিত হয়েছে কবীর খানের ছবি ‘৮৩’-র প্রিমিয়ার শো। প্রিমিয়ার শোয়ে নজর কাড়লেন দীপিকা পাড়ুকোন।

2 / 5
নীল রঙের অফশোল্ডার গাউনে তার লুক ছিল একাধারে আবেদনময়ী ও ক্লাসি।

নীল রঙের অফশোল্ডার গাউনে তার লুক ছিল একাধারে আবেদনময়ী ও ক্লাসি।

3 / 5
নীল গাউনের সঙ্গে তিনি বেছে নিয়েছেন ডায়মন্ডের নেকলেস।

নীল গাউনের সঙ্গে তিনি বেছে নিয়েছেন ডায়মন্ডের নেকলেস।

4 / 5
১৯৮৩ সালে ভারতের বিশ্বকাপ জেতার গল্প উঠে এসেছে এই ছবিতে।

১৯৮৩ সালে ভারতের বিশ্বকাপ জেতার গল্প উঠে এসেছে এই ছবিতে।

5 / 5
ছবিতে কপিল দেবের স্ত্রী রুমি দেবের চরিত্রে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন।।

ছবিতে কপিল দেবের স্ত্রী রুমি দেবের চরিত্রে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন।।

Next Photo Gallery