Bollywood Unknown Facts: কেউ স্কুলেই যাননি, কেউ আবার টেনেটুনে ১২, বলিউডে সবচেয়ে কম শিক্ষিত অভিনেতা কে?

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Jul 25, 2022 | 6:35 PM

Bollywood Unknown Facts: পড়াশোনাকে পেশা বানানোর তাগিদ কোনওকালেই ছিল না তাঁদের। কেউ চেয়েছিলেন মার্শাল আর্ট শিখতে, কেউ বা আবার মডেলিংয়ের অফার পেয়ে জলাঞ্জলি দিয়েছিলেন প্রথাগত পড়াশোনাকে। বলিউডের কম শিক্ষিত অভিনেতা-অভিনেত্রী কারা? কম শিক্ষিতের মধ্যেও সবচেয়ে কমই বা কে? দেখে নিন এক ঝলকে।

1 / 6
পড়াশোনাকে পেশা বানানোর তাগিদ কোনওকালেই ছিল না তাঁদের। কেউ চেয়েছিলেন মার্শাল আর্ট শিখতে, কেউ বা আবার মডেলিংয়ের অফার পেয়ে জলাঞ্জলি দিয়েছিলেন প্রথাগত পড়াশোনাকে। বলিউডের কম শিক্ষিত অভিনেতা-অভিনেত্রী কারা? কম শিক্ষিতের মধ্যেও সবচেয়ে কমই বা কে? দেখে নিন এক ঝলকে।

পড়াশোনাকে পেশা বানানোর তাগিদ কোনওকালেই ছিল না তাঁদের। কেউ চেয়েছিলেন মার্শাল আর্ট শিখতে, কেউ বা আবার মডেলিংয়ের অফার পেয়ে জলাঞ্জলি দিয়েছিলেন প্রথাগত পড়াশোনাকে। বলিউডের কম শিক্ষিত অভিনেতা-অভিনেত্রী কারা? কম শিক্ষিতের মধ্যেও সবচেয়ে কমই বা কে? দেখে নিন এক ঝলকে।

2 / 6
বলিউডের কুইন হিসেবে আখ্যা পেয়েছেন কঙ্গনা রানাওয়াত। কিন্তু এই কঙ্গনার পড়াশোনার দৌড় কিন্তু সুদূরপ্রসারী নয়। চন্ডীগড়ের ডিএভি স্কুল থেকে পড়াশোনা করেছেন তিনি। কিন্তু ১২ পাশ করতে পারেননি। ১২ ক্লাসের পরীক্ষায় রসায়নবিদ্যায় অকৃতকার্য হন কঙ্গনা। আর তারপরেই একদিন পড়াশোনা ছেড়ে, বাড়ি ঘর ছেড়ে দিল্লি চলে আসেন অভিনেত্রী হবেন বলে।

বলিউডের কুইন হিসেবে আখ্যা পেয়েছেন কঙ্গনা রানাওয়াত। কিন্তু এই কঙ্গনার পড়াশোনার দৌড় কিন্তু সুদূরপ্রসারী নয়। চন্ডীগড়ের ডিএভি স্কুল থেকে পড়াশোনা করেছেন তিনি। কিন্তু ১২ পাশ করতে পারেননি। ১২ ক্লাসের পরীক্ষায় রসায়নবিদ্যায় অকৃতকার্য হন কঙ্গনা। আর তারপরেই একদিন পড়াশোনা ছেড়ে, বাড়ি ঘর ছেড়ে দিল্লি চলে আসেন অভিনেত্রী হবেন বলে।

3 / 6
অন্যদিকে দীপিকা পাড়ুকোনও কিন্তু সামিল এই তালিকায়। অল্প বয়সেই পেয়েছিলেন মডেলিংয়ের অফার। তাই ১২ পাশ করেই পড়াশোনাকে বিদায় জানিয়েছিলেন দীপিকা।

অন্যদিকে দীপিকা পাড়ুকোনও কিন্তু সামিল এই তালিকায়। অল্প বয়সেই পেয়েছিলেন মডেলিংয়ের অফার। তাই ১২ পাশ করেই পড়াশোনাকে বিদায় জানিয়েছিলেন দীপিকা।

4 / 6
ক্যাটরিনা কাইফ তো আবার সেই অর্থে কোনওদিনই প্রথাগত শিক্ষাই নেননি। স্কুলে যাননি তিনি। বাড়িতেই পড়াশোনা করতেন। মাত্র ১৪ বছর বয়সে প্রথম মডেলিংয়ের অফার পান তিনি। আর এর পরেই পড়াশোনা ছেড়ে পুরোপুরি ওই পেশায় মনোনিবেশ করেন ক্যাট।

ক্যাটরিনা কাইফ তো আবার সেই অর্থে কোনওদিনই প্রথাগত শিক্ষাই নেননি। স্কুলে যাননি তিনি। বাড়িতেই পড়াশোনা করতেন। মাত্র ১৪ বছর বয়সে প্রথম মডেলিংয়ের অফার পান তিনি। আর এর পরেই পড়াশোনা ছেড়ে পুরোপুরি ওই পেশায় মনোনিবেশ করেন ক্যাট।

5 / 6
সলমন খানের বিদ্যের দৌড়ও খুব একটা বেশি নয়। তবে ১২ পাশ করেছিলেন তিনি। কলেজের গন্ডী পার করতে পারেননি। ১৯৮৮ সালে কলেজ থেকে কার্যত বিদায় নিয়ে সিনেমায় মন দেন ভাইজান।

সলমন খানের বিদ্যের দৌড়ও খুব একটা বেশি নয়। তবে ১২ পাশ করেছিলেন তিনি। কলেজের গন্ডী পার করতে পারেননি। ১৯৮৮ সালে কলেজ থেকে কার্যত বিদায় নিয়ে সিনেমায় মন দেন ভাইজান।

6 / 6
ঐশ্বর্যা অবশ্য ছোট থেকেই পড়াশোনাকে ছেড়ে দিতে চাননি। পড়াশোনায় বেশ ভালই ছিলেন তিনি। চেয়েছিলেন ডাক্তার হতে। স্কুল পাশ করার পরেই তাঁর হাতে একের পর এক অফার আসতে থাকে। বিজ্ঞাপনেও কাজ শুরু করেন তিনি। পাচ্ছিলেন পরিচিতও। তাই ডাক্তারি পড়ার ইচ্ছে তাঁর অপূর্ণই থেকে যায়। পুরাতত্ত্ব নিয়ে পড়াশোনা শুরু করলেও সেই পড়া তিনি শেষ করতে পারেননি। তার আগেই বিশ্বসুন্দরীর আলাপ ঘটে গ্ল্যামার জগতের সঙ্গে।

ঐশ্বর্যা অবশ্য ছোট থেকেই পড়াশোনাকে ছেড়ে দিতে চাননি। পড়াশোনায় বেশ ভালই ছিলেন তিনি। চেয়েছিলেন ডাক্তার হতে। স্কুল পাশ করার পরেই তাঁর হাতে একের পর এক অফার আসতে থাকে। বিজ্ঞাপনেও কাজ শুরু করেন তিনি। পাচ্ছিলেন পরিচিতও। তাই ডাক্তারি পড়ার ইচ্ছে তাঁর অপূর্ণই থেকে যায়। পুরাতত্ত্ব নিয়ে পড়াশোনা শুরু করলেও সেই পড়া তিনি শেষ করতে পারেননি। তার আগেই বিশ্বসুন্দরীর আলাপ ঘটে গ্ল্যামার জগতের সঙ্গে।

Next Photo Gallery
Bollywood Stylists’ Salary: এক দিনে সাজাতে কত টাকা নেন শাহরুখ-ক্যাটরিনার স্টাইলিস্টরা? শুনলে চোখ কপালে উঠবে
CFL 2022: সোনারপুরের এই অ্যাকাডেমির ১১ ফুটবলার খেলছে লিগে