US Open 2022: ফ্লাশিং মিডোয় জোড়া অঘটন, বিদায় ওসাকা-রাডুকানুর

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Aug 31, 2022 | 12:37 PM

ফ্লাশিং মিডোয় জোড়া অঘটন। এ বারের ইউএস ওপেনের (US Open 2022) প্রথম রাউন্ড থেকেই বিদায় নিলেন গত বারের চ্যাম্পিয়ন এমা রাডুকানু (Emma Raducanu) এবং নাওমি ওসাকা (Naomi Osaka)। প্রথম রাউন্ডেই ফরাসি টেনিস প্লেয়ার অ্যালিস কর্নেট হারিয়ে দেন এমাকে। অন্যদিকে আমেরিকার ড্যানিয়েলা কলিনসের কাছে হেরেছেন চার বারের গ্র্যান্ড স্লামজয়ী ওসাকা।

1 / 5
ফ্লাশিং মিডোয় জোড়া অঘটন। এ বারের ইউএস ওপেনের (US Open 2022) প্রথম রাউন্ড থেকেই বিদায় নিলেন গত বারের চ্যাম্পিয়ন এমা রাডুকানু (Emma Raducanu) এবং নাওমি ওসাকা (Naomi Osaka)। প্রথম রাউন্ডেই ফরাসি টেনিস প্লেয়ার অ্যালিস কর্নেট হারিয়ে দেন এমাকে। অন্যদিকে আমেরিকার ড্যানিয়েলা কলিনসের কাছে হেরেছেন চার বারের গ্র্যান্ড স্লামজয়ী ওসাকা। (ছবি-ইউএস ওপেন ওয়েবসাইট)

ফ্লাশিং মিডোয় জোড়া অঘটন। এ বারের ইউএস ওপেনের (US Open 2022) প্রথম রাউন্ড থেকেই বিদায় নিলেন গত বারের চ্যাম্পিয়ন এমা রাডুকানু (Emma Raducanu) এবং নাওমি ওসাকা (Naomi Osaka)। প্রথম রাউন্ডেই ফরাসি টেনিস প্লেয়ার অ্যালিস কর্নেট হারিয়ে দেন এমাকে। অন্যদিকে আমেরিকার ড্যানিয়েলা কলিনসের কাছে হেরেছেন চার বারের গ্র্যান্ড স্লামজয়ী ওসাকা। (ছবি-ইউএস ওপেন ওয়েবসাইট)

2 / 5
 ২০২১ সালে ইউএস ওপেন চ্যাম্পিয়ন হয়ে সকলকে চমকে দিয়েছিলেন টিনএজার এমা রাডুকানু। সেই এমাকেই এ বার ফ্লাশিং মিডোয় প্রথম রাউন্ডেই উড়িয়ে দিয়েছেন  ফরাসি টেনিস প্লেয়ার অ্যালিস কর্নেট। (ছবি-ইউএস ওপেন টুইটার)

২০২১ সালে ইউএস ওপেন চ্যাম্পিয়ন হয়ে সকলকে চমকে দিয়েছিলেন টিনএজার এমা রাডুকানু। সেই এমাকেই এ বার ফ্লাশিং মিডোয় প্রথম রাউন্ডেই উড়িয়ে দিয়েছেন ফরাসি টেনিস প্লেয়ার অ্যালিস কর্নেট। (ছবি-ইউএস ওপেন টুইটার)

3 / 5
চলতি বছরের প্রথম গ্ল্যান্ড স্লামে ফরাসি টেনিস তারকা অ্যালিস কর্নেটের দৌড় থামিয়ে দিয়েছিলেন ড্যানিয়েল কলিনস। এ বার বছরের শেষ গ্র্যান্ড স্লামে তিনি গত বারের চ্যাম্পিয়ন এমা রাডুকানুকে ৬-৩, ৬-৩ হারিয়ে টুর্নামেন্ট শুরু করলেন। (ছবি-ইউএস ওপেন টুইটার)

চলতি বছরের প্রথম গ্ল্যান্ড স্লামে ফরাসি টেনিস তারকা অ্যালিস কর্নেটের দৌড় থামিয়ে দিয়েছিলেন ড্যানিয়েল কলিনস। এ বার বছরের শেষ গ্র্যান্ড স্লামে তিনি গত বারের চ্যাম্পিয়ন এমা রাডুকানুকে ৬-৩, ৬-৩ হারিয়ে টুর্নামেন্ট শুরু করলেন। (ছবি-ইউএস ওপেন টুইটার)

4 / 5
তৃতীয় বার ইউএস ওপেন খেতাব জয়ের লক্ষ্যে নেমেছিলেন জাপানি তারকা নাওমি ওসাকা। এ বার ওসাকার সফরটা মোটেও ভালো হল না।  ২০২২ সালের অস্ট্রেলিয়ান ওপেনের রানার্স ড্যানিয়েলার কাছে হেরে, প্রথম রাউন্ড থেকেই তিনি ছিটকে গেলেন ওসাকা। (ছবি-ইউএস ওপেন টুইটার)

তৃতীয় বার ইউএস ওপেন খেতাব জয়ের লক্ষ্যে নেমেছিলেন জাপানি তারকা নাওমি ওসাকা। এ বার ওসাকার সফরটা মোটেও ভালো হল না। ২০২২ সালের অস্ট্রেলিয়ান ওপেনের রানার্স ড্যানিয়েলার কাছে হেরে, প্রথম রাউন্ড থেকেই তিনি ছিটকে গেলেন ওসাকা। (ছবি-ইউএস ওপেন টুইটার)

5 / 5
টুর্নামেন্টের ১৯তম বাছাই আমেরিকার ড্যানিয়েলা কলিনস ৭-৬ (৭/৫), ৬-৩ হারিয়ে দেন দু'বারের ইউএস ওপেন চ্যাম্পিয়ন ওসাকাকে। (ছবি-ইউএস ওপেন টুইটার)

টুর্নামেন্টের ১৯তম বাছাই আমেরিকার ড্যানিয়েলা কলিনস ৭-৬ (৭/৫), ৬-৩ হারিয়ে দেন দু'বারের ইউএস ওপেন চ্যাম্পিয়ন ওসাকাকে। (ছবি-ইউএস ওপেন টুইটার)

Next Photo Gallery