Bangla NewsPhoto gallery Defending Champion Emma Raducanu and Naomi Osaka crashes out in the first round of US Open 2022
US Open 2022: ফ্লাশিং মিডোয় জোড়া অঘটন, বিদায় ওসাকা-রাডুকানুর
ফ্লাশিং মিডোয় জোড়া অঘটন। এ বারের ইউএস ওপেনের (US Open 2022) প্রথম রাউন্ড থেকেই বিদায় নিলেন গত বারের চ্যাম্পিয়ন এমা রাডুকানু (Emma Raducanu) এবং নাওমি ওসাকা (Naomi Osaka)। প্রথম রাউন্ডেই ফরাসি টেনিস প্লেয়ার অ্যালিস কর্নেট হারিয়ে দেন এমাকে। অন্যদিকে আমেরিকার ড্যানিয়েলা কলিনসের কাছে হেরেছেন চার বারের গ্র্যান্ড স্লামজয়ী ওসাকা।