
বয়স এখনও পার হয়নি ৪০ বছরও। বলিউডের একদা চকোলেট বয় যেন হঠাৎ করেই কেমন বুড়িয়ে গিয়েছেন। চোখ-মুখে স্পষ্ট বার্ধক্যের ছাপ। মুখ ভর্তি কাঁচাপাকা দাড়ি, অথচ এমনটা তো হওয়ার কথা ছিল না। একদা আমির খানের ভাগ্নে এই ইমরান খানই ছিলেন বলিপাড়ার হার্টথ্রব। মানসিক চাপ? ব্যক্তিগত জীবনে একের পর এক ধাক্কায় কি কাল হয়ে দাঁড়াল তাঁর জীবনে? ভাইরাল হওয়ার ছবি দেখলে আপনি চমকে উঠবেন।

ইমরান খানের পুরো নাম, ইমরান পাল খান। পাল শুনে অবাক হলেন? ইমরান কিন্তু বাঙালি। তাঁর বাবা বাঙালি হিন্দু। পদবী পাল। আইআইটি বম্বে থেকে পড়াশোনা করে বর্তমানে তিনি বিদেশে ইয়াহু কোম্পানিতে কাজ করেন। মা হলেন মুসলিম। পরিচালক নাসির হুসেনের মেয়ে, আর আমির খানের তুতো বোন।

মামাকে দেখেই জানে তু ইয়া জানে না ছবি দিয়ে ইমরানের কেরিয়ার শুরু। এর আগে যদিও শিশুশিল্পী হিসেবে কাজ করেছেন। সেই ছবির গান-গল্প তো আজও লোকের মুখে মুখে। জয়-অদিতির সেই কেমিস্ট্রি ভুলে যাবে সে সাধ্য কার? সব কিছু ভালই চলছিল ইমরানের জীবনে। প্রেমিকা অবন্তিকাকে বিয়ে করেন, মেয়ে হয়। কেরিয়ারও গোছানো।

কিন্তু তাল কাটে ২০১৪-র পর থেকেই। পর পর ফ্লপ হতে শুরু করে ছবি। হঠাৎই একদিন শো-বিজকে বিদায় জানান ইমরান। ছবিকে বলে দেন টাটা। ওদিকে তখন ব্যক্তিগত জীবনেও ঝড়। অবন্তিকার সঙ্গে সম্পর্ক তলানিতে। ২০১৯-এ হয়ে যায় বিচ্ছেদ। এর পর থেকে নিজেকে কার্যত গুটিয়েই নেন তিনি।

ফিল্মি পার্টিতেও আর দেখা যায় না তাঁকে। তবে সম্প্রতি আমির খানের মেয়ে ইরা খানের ইনস্টাগ্রাম প্রোফাইলে আবার দেখা গিয়েছে তাঁকে আর সেই ছবি দেখেই চিন্তায় ঘুম উড়েছে ভক্তদের। বয়স ৪০ না পেরতেই তাঁর মুখে গঠন দেখে অনেকেরই প্রশ্ন, "ইমরানের কি শরীর খারাপ"?

ইমরান আর বলিউডে কামব্যাক করবেন কিনা জানে না কেউই। তবে দু'তিনটে ছবি ফ্লপ হতেই বলিউড ছাড়ার যে সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন তা আজও মানতে পারেন না ইমরান ভক্তরা। 'কভি কভি অদিতি জিন্দেগি মে ইউহি কহি...' বাজলেই ভেসে ওঠে একগাল হাসির সেই জয় সিং রাঠৌরের কথা।