IPL 2022: নয়া জার্সিতে আইপিএলে পন্থ-ওয়ার্নারের দিল্লি

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Mar 12, 2022 | 3:00 PM

আইপিএলের (IPL) দামামা বেজে গিয়েছে। অপেক্ষা আর মাত্র দুই সপ্তাহের। তারপরই শুরু হবে ভারতীয় ক্রিকেটের মহাযজ্ঞ। আইপিএল ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) আজ, শনিবার আইপিএল-১৫’র অফিশিয়াল জার্সির উদ্বোধন করল। দিল্লির হোম গ্রাউন্ড অরুণ জেটলি স্টেডিয়ামে বেশ কয়েকজন দিল্লির ফ্যানেদের হাতে তুলে দেওয়া হয় দিল্লির নতুন জার্সি।

1 / 4
ঋষভ পন্থের দিল্লি আসন্ন মরসুমে এই জার্সি পরেই মাঠে নামবে। (ছবি-দিল্লি ক্যাপিটালস টুইটার)

ঋষভ পন্থের দিল্লি আসন্ন মরসুমে এই জার্সি পরেই মাঠে নামবে। (ছবি-দিল্লি ক্যাপিটালস টুইটার)

2 / 4
'নয়ী দিল্লি কি নয়ী জার্সি' বেশ নজরকাড়া। চমকপ্রদ কার্যকলাপের পর অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লির বেশ কয়েকজন ফ্যানেদের হাতে তুলে দেওয়া হয় দলের নতুন জার্সি। (ছবি-দিল্লি ক্যাপিটালস টুইটার)

'নয়ী দিল্লি কি নয়ী জার্সি' বেশ নজরকাড়া। চমকপ্রদ কার্যকলাপের পর অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লির বেশ কয়েকজন ফ্যানেদের হাতে তুলে দেওয়া হয় দলের নতুন জার্সি। (ছবি-দিল্লি ক্যাপিটালস টুইটার)

3 / 4
দিল্লির নতুন জার্সিতে রয়েছে চমক। নীল এবং লালের সংমিশ্রণে তৈরি হয়েছে জার্সিটি। যেখানে লাল রং মাঠের মধ্যে দলের সাহসের প্রতীক। এবং নীল রং ভারসাম্য ও সংযম বোঝায়। পাশাপাশি বাঘ দিল্লির লোগোর একটি অংশ। যা সংকেত দেয় দলটি বেশ সাহসী, এবং দলটি আবার গর্জন করতে প্রস্তুত! (ছবি-দিল্লি ক্যাপিটালস টুইটার)

দিল্লির নতুন জার্সিতে রয়েছে চমক। নীল এবং লালের সংমিশ্রণে তৈরি হয়েছে জার্সিটি। যেখানে লাল রং মাঠের মধ্যে দলের সাহসের প্রতীক। এবং নীল রং ভারসাম্য ও সংযম বোঝায়। পাশাপাশি বাঘ দিল্লির লোগোর একটি অংশ। যা সংকেত দেয় দলটি বেশ সাহসী, এবং দলটি আবার গর্জন করতে প্রস্তুত! (ছবি-দিল্লি ক্যাপিটালস টুইটার)

4 / 4
২৭ মার্চ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে টুর্নামেন্টের দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে ব্র্যাবোর্ন স্টেডিয়ামে মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস। (ছবি-দিল্লি ক্যাপিটালস টুইটার)

২৭ মার্চ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে টুর্নামেন্টের দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে ব্র্যাবোর্ন স্টেডিয়ামে মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস। (ছবি-দিল্লি ক্যাপিটালস টুইটার)

Next Photo Gallery