
নয়া দিল্লি: ১১ই সেপ্টেম্বর, শনিবার সকাল থেকে দেশের রাজধানী দিল্লিতে প্রবল বৃষ্টি শুরু হয়েছে। আগে থেকেই ভারী বর্ষণের পূর্বাভাস দিয়ে গেরুয়া সতর্কতা জারি করেছিল জাতীয় আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, রাজধানী দিল্লির সফদরজঙ্গ স্টেশনে শেষ ২৪ ঘণ্টায় ৯৪.৭ মিমি বৃষ্টিপাত নথিভুক্ত হয়েছে। ছবি: ট্যুইটার

আবহাওয়া ও প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস বোঝানোর জন্য আবহাওয়া দপ্তর মূলত সবুজ, হলুদ, গেরুয়া ও লাল সতর্কতার মতো শব্দগুলি ব্যবহার করে। আবহাওয়া স্বাভাবিক থাকলে সবুজ, জীবনযাত্রা ব্যাহত হওয়ার সম্ভাবনা থাকলে হলুদ সতর্কতা ব্যবহার করা হয়। অন্যদিকে আবহাওয়া খারাপ থাকার সম্ভাবনা দেখা দিলে প্রস্তুত থাকার জন্য গেরুয়া এবং আবহাওয়া খুব খারাপ থাকলে লাল সতর্কতা ব্যবহার করে আবহাওয়া দপ্তর। ছবি: ট্যুইটার

প্রচন্ড বৃষ্টির ফলে রাজধানী দিল্লির রাজপথে জল জমে তীব্র যানযটের সৃষ্টি হয়েছে। রানওয়েতে জল জমার ফলে বিমান পরিষেবার ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছে। বিমান পরিবহন সংস্থাগুলির তরফে যাত্রীদের অনুরোধ করা হয়েছে যাত্রার পূর্বে তাঁরা যেন সংশ্লিষ্ট বিমানের পরিবর্তিত সূচী যাচাই করে দেখে নেন। ছবি: ট্যুইটার

বিমান পরিবহন সংস্থা 'ভিস্তারা' ট্যুইট করে জানিয়েছে " জল জমে যাওয়ার ফলে, বিমান ওঠা নামায় ব্যাঘাত ঘটা স্বাভাবিক। যাত্রীদের কাছে অনুরোধ, যাত্রার জন্য বিমানবন্দরে তাঁরা যেন অতিরিক্ত সময় দেন। " ছবি: ট্যুইটার

ইন্ডিগোর তরফ থেকেও যাত্রীদের উদ্দেশে বলা হয়েছে দিল্লির খারাপ আবহাওয়া ও ভারী বর্ষণের কারণে বিমান পরিষেবার ক্ষেত্রে প্রভাব পড়েছে। যাত্রীরা যে কোনও ধরণের সাহায্যের জন্য তাঁদের ট্যুইটার বা ফেসবুকে সরাসরি মেসেজ করতে পারেন। বিমান পরিবহন সংস্থা স্পাইসজেটও তাঁদের যাত্রীদের ক্ষেত্রে একই ধরণের বার্তা দিয়েছে। ছবি: ট্যুইটার

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী শনিবার সন্ধ্যায়ও দিল্লিতে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। রবিবারও দিল্লি ও সংলগ্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির আগাম পূর্বাভাস আছে। রবিবারের জন্য রাজধানী দিল্লিতে হলুদ সতর্কতা রয়েছে। ছবি: ট্যুইটার