
ইউএস ওপেনে মিক্সড ডাবলসে গিউলিয়ানা ওলমোস ও মার্সেলো আরেভালোকে ৭-৫, ৬-২ ব্যবধানে হারান জো স্যালিসবারি ও ডেসিরা ক্রাউজিক জুটি। (সৌজন্যে-ইউএস ওপেন টুইটার)

স্যালিসবারি ও ক্রাউজিক এই মরসুমে এই নিয়ে তিনবার জুটিতে খেললেন। ফেব্রুয়ারিতে তাঁরা অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে উঠেছিলেন। রোলা গাঁরো-তে চ্যাম্পিয়ন হয়েছিলেন। তারপর ইউএস ওপেনেও চ্যাম্পিয়ন হলেন। (সৌজন্যে- ডব্লিউটিএ টুইটার)

জো স্যালিসবারি এর আগে শুক্রবার আমেরিকান টেনিস প্লেয়ার রাজীব রামের সঙ্গে জুটি বেঁধে পুরুষদের ডাবলস খেতাব জিতেছিলেন। তিনিই প্রথম ব্যক্তি যিনি ২০১০ সালে আমেরিকার বব ব্রায়ানের পর নিউইয়র্কের হার্ডকোর্টে দুটি ডাবলস খেতাব অর্জন করলেন।(সৌজন্যে- এটিপি টুইটার)

পুরুষ ও মহিলা টেনিস প্লেয়ারের মধ্যে ক্রাউজিক ভারতের মহেশ ভূপতির পর প্রথম টেনিস প্লেয়ার যিনি পরপর তিনটি মিক্সড ডাবলস খেতাব জিতলেন।(সৌজন্যে-টুইটার)