দেবলীনা কুমার মানেই সোশ্যাল মিডিয়ায় তাঁর হট উপস্থিতি। পারফেক্ট ফিগারে তিনি বারে বারে ভক্তদের রাতের ঘুম কেড়ে থাকেন। তাঁর ও গৌরব চক্রবর্তীর জুটি টলিউডের বেশ পছন্দের। দেবলীনা সোশ্যাল মিডিয়ায় ভীষণ সক্রিয়।
প্রায় সমস্ত আপডেটই তিনি ভক্তদের সঙ্গে শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ায়। পুজোর পর সেলেব প্রোফাইল মানেই বিদেশ ট্রিপ। ঘুরতে বরাবরই ভীষণ পছন্দ করেন দেবলীনা। সদ্য তিনি ফিরলেন ইজিপ্ট সফর থেকে।
সেখানেই নানা লুকে ভাইরাল তিনি। কখনও মনের ইচ্ছেপূরণ, কখনও আবার তিনি বোল্ড লুকে হটডিভা। তবে ইজিপ্টে গিয়ে তিনি যে স্বপ্নপূরণ করলেন তা দেখে এক কথায় সকলেই অবাক।
শাহরুখের বিপরীতে কাজল নন, কাভি খুশি কাভি গম ছবির হিট গান সুরাজ হুয়া মধ্যম-এ নাচলেন তিনি। একই লোকেশন, শাড়ি থেকে লুক সবটাই একই ছাঁচে। আর নাচ! তাতে তো সিদ্ধহস্ত দেবলীনা।
বর্তমানে তিনি সাহেবের চিঠির ধারাবাহিকের সঙ্গে যুক্ত রয়েছেন। পাশেপাশি নাচের রিয়ালিটি শো-তেও তাঁকে মেন্টরের আসনে দেখা যায়। সোশ্যাল মিডিয়াতেও তিনি বিভিন্ন সময় বিভিন্ন কাজের ফাঁকে নাচ, রিল পোস্ট করে থাকেন।
তবে এবার সুরাজ হুয়া মধ্যম গানের তালে তাঁর নাচ দেখা মাত্রই তা সোশ্যাল মিডিয়ায় সকলের নজর কাড়ল। সকলেই তাঁর লুকের প্রশংসাও করলেন। বিকিনি কিংবা মোনোকিনি-তে বরাবরই পারফেক্ট তিনি।
তাই এই সফর মাঝেও সকলের নজরের কেন্দ্রে তিনি। যদিও দেখা মিলল না গৌরবের। দেবলীনা তাঁর স্টানিং লুকে তোলা একাধিক ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করে নিয়েছিলেন এই ট্রিপ থেকে।