
সম্প্রতি বিয়ে করেছেন টেলিভিশনের গোপী বহু ওরফে দেবলীনা ভট্টাচার্য। তাঁর স্বামী শানওয়াজ শেখ আদপে তাঁর জিম ট্রেনার। শানওয়াজকে বিয়ের পর থেকে নানা ভাবে ট্রোল হতে হচ্ছে তাঁকে। এবার তাঁর বিরুদ্ধে অভিযোগ, বিয়েতে নাকি এক পয়সাও দেননি তিনি।

ছিমছাম সাদামাঠা ভাবে বিয়ে করেছেন দুজনে। ইন্ডাস্ট্রি থেকে হাজির ছিলেন হাতে গোনা কয়েক জন। স্বামী কি সত্যিই পয়সা খরচ করেননি মুখ খুললেন দেবলীনা।

তাঁর কথায়, "ও ইন্ডাস্ট্রির মানুষ নয় কিন্তু তার মানে এই নয় যে ও বেকার। ফিটনেস দুনিয়ায় ওর পরিচিতি আছে। যদি ধুমধাম করে আমরা বিয়ে করতাম তবে তো সকলে বলত পয়সা আছে বলে বিয়ে করেছে মেয়েটা।"

শানওয়াজকে নিয়ে একের পর এক ট্রোল হলেও দেবলীনা তাঁর পাশেই আছেন। ট্রোলের জবাবও দিচ্ছেন কড়া ভাবে। শানওয়াজের সঙ্গে তাঁর সম্পর্ক বহুদিনের। তবে এতদিন সম্পর্কের কথা কাউকেই জানাননি তাঁরা।

'সাথ নিভানা সাথিয়া' ছবির সেটে আহত হন দেবলীনা। শানওয়াজ সে সময় তাঁর ফিজিও করেছিলেন। ব্যস, সেখানে থেকেই শুরু প্রেমের যার পরিণতি বিয়ে।