
ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রের ফ্যাশন নিয়ে আলোচনার অন্ত নেই। তিনি কিছু করলেও আলোচনায় থাকেন, না করলেও আলোচনায় থাকেন। (ছবি-টুইটার)

পিএসজির তারকা নেইমারের ওয়ারড্রব ভর্তি রয়েছে বিভিন্ন দামি ব্র্যান্ডের পোশাকে। সদ্য ব্যালেন্সিয়াগার এক কালো জাম্পার পরে বান্ধবী ব্রুনা বিয়ানকার্ডির (Bruna Biancardi) সঙ্গে দেখা গিয়েছে নেইমারকে। (Pic Courtesy - @neymarjrclothet instagram)

নেইমারের এই নজরকাড়া লুক এ বার ট্রাই করতে পারবেন আপনিও। নেইমারের মতো ফ্যাশনিস্তা হতে গেলে গ্যাঁটের কড়ি বেশ ভালো মতোই খসবে। (Pic Courtesy - @neymarjrclothet instagram)

নেইমারের পরনে রয়েছে জনপ্রিয় ফ্যাশান কোম্পানি ব্যালেন্সিয়াগার Embossed Logo -র জাম্পার। এই কালো রংয়ের জাম্পারটির দাম ভারতীয় মুদ্রায় ১ লক্ষ ৪১ হাজার ৬৫৫ টাকা। (ছবি-টুইটার)

এই লুকের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য ব্যালেন্সিয়াগার কালো রংয়ের পুলড কার্গো প্যান্ট বেছে নিয়েছেন নেইমার। এই Pulled Cargo Pants-এর দাম ভারতীয় মুদ্রায় ১ লক্ষ ১৭ হাজার ৫৫৬ টাকা। (ছবি-টুইটার)

জনপ্রিয় ফ্যাশান ব্র্যান্ড অফ হোয়াইট-এর হেলভেটিকা বেসবল ক্যাপও রয়েছে নেইমারের মাথায়। এটির দাম প্রায় কুড়ি হাজারের মতো। উল্লেখ্য ভারতীয় মুদ্রায় এই বেসবল ক্যাপটির দাম ১৮ হাজার ২১৭ টাকা। (ছবি-টুইটার)

ব্যালেন্সিয়াগার কালো রংয়ের জাম্পার ও পুলড কার্গো প্যান্টের সঙ্গে মাননসই VERSACE কোম্পানির সোনালি রংয়ের ট্রিগ্রেকা স্নিকার্স বেছে নিয়েছেন নেইমার। (ছবি-টুইটার)

এ তো গেল পোশাক ও জুতো পর্ব। নেইমারের হাতে ছিল আইফোন ১৪ প্রো ম্যাক্স। সঙ্গে আইফোন ১৪ প্রো ম্যাক্সের লাল রংয়ের মোবাইল কভার। এবং ছিল লুইস ভিটনের মনোগ্রাম এক্সলিপস কালো/সোনালি ব্যাগ। (Pic Courtesy - @neymarjrclothet instagram)