Ranbir Kapoor: রণবীর-ক্যাটরিনার প্রেম চাননি আলিয়ারই ঘনিষ্ঠ আত্মীয়, মহেশ ভাটের সামনেই চলেছিল নিন্দা!

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Apr 22, 2022 | 9:11 AM

Ranbir Kapoor: প্রেমের প্রথম থেকেই বিরুদ্ধে ছিলেন আলিয়ার দাদা। নিজের দাদা নয়, তুতো ভাই। তিনি কে? জানিয়ে রাখি তিনি নিজেও কিন্তু বিশাল বড় স্টার। কিন্তু কেন ছিলেন বিরুদ্ধে?

1 / 5
বিয়ে করেছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। তাঁদের বিয়ে নিয়ে হইচই এখনও জারি। দীপিকার সঙ্গে ব্রেকআপের পর ক্যাটরিনা কাইফের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন রণবীর কাপুর। কিন্তু জানেন কি তাঁদের প্রেমের প্রথম থেকেই বিরুদ্ধে ছিলেন আলিয়ার দাদা। নিজের দাদা নয়, তুতো ভাই। তিনি কে? জানিয়ে রাখি তিনি নিজেও কিন্তু বিশাল বড় স্টার। কিন্তু কেন ছিলেন বিরুদ্ধে?

বিয়ে করেছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। তাঁদের বিয়ে নিয়ে হইচই এখনও জারি। দীপিকার সঙ্গে ব্রেকআপের পর ক্যাটরিনা কাইফের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন রণবীর কাপুর। কিন্তু জানেন কি তাঁদের প্রেমের প্রথম থেকেই বিরুদ্ধে ছিলেন আলিয়ার দাদা। নিজের দাদা নয়, তুতো ভাই। তিনি কে? জানিয়ে রাখি তিনি নিজেও কিন্তু বিশাল বড় স্টার। কিন্তু কেন ছিলেন বিরুদ্ধে?

2 / 5
ওই ব্যক্তি আর কেউ নন, অভিনেতা ইমরান হাসমি। করণ জোহরের শো'তে এসে রাখঢাক না করেই ইমরান হাসমি ক্যাটরিনার উদ্দেশে বলেছিলেন রণবীরকে ছেড়ে দাও। ইংরেজিতে বলেছিলেন, "লুজ হিম"। এখানেই শেষ নয়, রণবীরের চরিত্র নিয়েও করেছিলেন বিতর্কিত মন্তব্য। পাশেই তখন বসে ছিলেন মহেশ ভাট।

ওই ব্যক্তি আর কেউ নন, অভিনেতা ইমরান হাসমি। করণ জোহরের শো'তে এসে রাখঢাক না করেই ইমরান হাসমি ক্যাটরিনার উদ্দেশে বলেছিলেন রণবীরকে ছেড়ে দাও। ইংরেজিতে বলেছিলেন, "লুজ হিম"। এখানেই শেষ নয়, রণবীরের চরিত্র নিয়েও করেছিলেন বিতর্কিত মন্তব্য। পাশেই তখন বসে ছিলেন মহেশ ভাট।

3 / 5
রণবীরকে তিনি বলেছিলেন, মেয়েদের মন নিয়ে খেলা বন্ধ করো। বলেছিলেন, "তোমার কাছ থেকে প্রেস এমন সব কাজকর্মই পেতে চায়'। মহেশ ভাট হাসছিলেন। যদিও সে সময় রণবীরের সঙ্গে তাঁর মেয়ের প্রেমটা হয়নি।

রণবীরকে তিনি বলেছিলেন, মেয়েদের মন নিয়ে খেলা বন্ধ করো। বলেছিলেন, "তোমার কাছ থেকে প্রেস এমন সব কাজকর্মই পেতে চায়'। মহেশ ভাট হাসছিলেন। যদিও সে সময় রণবীরের সঙ্গে তাঁর মেয়ের প্রেমটা হয়নি।

4 / 5
জীবনে বহুবার বহু সম্পর্কে জড়িয়েছেন রণবীর। কখনও দীপিকা আবার কখনও বা ক্যাটরিনা এসেছেন জীবনে। তবে সেই সম্পর্ক স্থায়ী হয়নি। ক্যাসানোভা হিসেবে ছিল তাঁর পরিচিতিও।

জীবনে বহুবার বহু সম্পর্কে জড়িয়েছেন রণবীর। কখনও দীপিকা আবার কখনও বা ক্যাটরিনা এসেছেন জীবনে। তবে সেই সম্পর্ক স্থায়ী হয়নি। ক্যাসানোভা হিসেবে ছিল তাঁর পরিচিতিও।

5 / 5
তবে সে সব এখন অতীত। আলিয়ার সঙ্গেই গাঁটছড়া বেঁধেছেন রণবীর। ভাল আছেন দুজনে। আছেন প্রেমের। ক্যাটরিনাকে বারণ করেছিলেন রণবীরের সঙ্গে সম্পর্ক জড়াতে, কিন্তু বোনই পড়ে গিয়েছেন প্রেমে। ইমরানের এখন কী প্রতিক্রিয়া তাই জানতে আগ্রহী রণবীর ভক্তরা।

তবে সে সব এখন অতীত। আলিয়ার সঙ্গেই গাঁটছড়া বেঁধেছেন রণবীর। ভাল আছেন দুজনে। আছেন প্রেমের। ক্যাটরিনাকে বারণ করেছিলেন রণবীরের সঙ্গে সম্পর্ক জড়াতে, কিন্তু বোনই পড়ে গিয়েছেন প্রেমে। ইমরানের এখন কী প্রতিক্রিয়া তাই জানতে আগ্রহী রণবীর ভক্তরা।

Next Photo Gallery