অভিনয় নয়, অনন্যা বাছতে চেয়েছিলেন এই পেশা, ফাঁস করলেন বাবা চাঙ্কি পান্ডে

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Jul 25, 2021 | 7:56 PM

মেয়ের ব্যাপারেই এক সিক্রেট ফাঁস করলেন বাবা। সাফ জানালেন, অভিনেত্রী নয়, মেয়ে নাকি বেছে নিতে চেয়েছিলেন অন্য পেশা।

1 / 7
অনন্যা পাণ্ডে।

অনন্যা পাণ্ডে।

2 / 7
বাবা চাঙ্কি পান্ডে। রয়েছে ফিল্মি হেরিটেজ। এ বার মেয়ের ব্যাপারেই এক সিক্রেট ফাঁস করলেন বাবা। সাফ জানালেন, অভিনেত্রী নয়, মেয়ে নাকি বেছে নিতে চেয়েছিলেন অন্য পেশা।

বাবা চাঙ্কি পান্ডে। রয়েছে ফিল্মি হেরিটেজ। এ বার মেয়ের ব্যাপারেই এক সিক্রেট ফাঁস করলেন বাবা। সাফ জানালেন, অভিনেত্রী নয়, মেয়ে নাকি বেছে নিতে চেয়েছিলেন অন্য পেশা।

3 / 7
চাঙ্কি জানাচ্ছেন, চার বছর আগে গোটা ব্যাপারটা এমন ছিল না। অভিনেত্রী হওয়ার কথা তখন মাথাতেই আসেনি তাঁর মেয়ের।

চাঙ্কি জানাচ্ছেন, চার বছর আগে গোটা ব্যাপারটা এমন ছিল না। অভিনেত্রী হওয়ার কথা তখন মাথাতেই আসেনি তাঁর মেয়ের।

4 / 7
পরিবার ফিল্মি দুনিয়ার সঙ্গে যুক্ত ছিলেন ঠিকই, কিন্তু মেয়ের পছন্দ ছিল অন্য পেশা।

পরিবার ফিল্মি দুনিয়ার সঙ্গে যুক্ত ছিলেন ঠিকই, কিন্তু মেয়ের পছন্দ ছিল অন্য পেশা।

5 / 7
চাঙ্কি জানাচ্ছেন অনন্যা হতে চেয়েছিলেন পশু চিকিৎসক।

চাঙ্কি জানাচ্ছেন অনন্যা হতে চেয়েছিলেন পশু চিকিৎসক।

6 / 7
যদিও কালচক্রে মেয়ে অভিনেতা হওয়ায় বেশ খুশিই তিনি। মেয়ের সাফল্যেও বেশ গর্বিত চাঙ্কি।

যদিও কালচক্রে মেয়ে অভিনেতা হওয়ায় বেশ খুশিই তিনি। মেয়ের সাফল্যেও বেশ গর্বিত চাঙ্কি।

7 / 7
অনন্যা পাণ্ডে।

অনন্যা পাণ্ডে।

Next Photo Gallery