২০১৮ সাল থেকে আর্জেন্টাইন তারকা লাউতারো মার্টিনেজের (Lautaro Martinez) সঙ্গে ডেটিং করছেন অগুস্তিনা গ্যানডল্ফো (Agustina Gandolfo)।
২০২০ সালের ১১ অগস্ট লাউতারো ও অগুস্তিনা ঘোষণা করেন তাঁদের প্রথম সন্তান পৃথিবীতে আসতে চলেছে। ২০২১ সালের ১ ফেব্রুয়ারি অগুস্তিনা ও লাউতারো মার্টিনেজের প্রথম কন্যা সন্তান নিনা মার্টিনেজের জন্ম হয়।
আর্জেন্টিনায় জন্ম অগুস্তিনা লাউতারোর। তিনি পেশাদার মডেল। পাশাপাশি তিনি ইন্সটাগ্রাম ইনফ্লুয়েন্সারও বটেন।
মডেলিংয়ের পাশাপাশি অগুস্তিনা নিজের ইন্সটাগ্রামে বিভিন্ন পন্যের প্রোমোশন করেন।
ইন্সটাগ্রামে ঢুঁ মারলেই লিওনেল মেসির সতীর্থ লাউতারো মার্টিনেজের সুন্দরী বান্ধবীর আগুন ঝরানো বিভিন্ন ছবি দেখা যায়।